কথা মতো সেনা কল্যাণ তহবিলে এত টাকা দান অভিষেকের, দেখে নিন সেই চেক

Feb 22, 2019, 22:55 PM IST
1/4

কমলিকা সেনগুপ্ত: আগেই জানিয়েছিলেন নিজের তিন মাসের বেতন সেনা কল্যাণ তহবিলে দান করবেন। সেই মতো নিজের তিন মাসের বেতন চেক কেটে সেনা কল্যাণ তহবিলে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

2/4

ইস্টার্ন কম্যান্ড হেড কোয়ার্টারের মেজর জেনারেল আরএস ভাদুরিয়াকে চিঠিতে অভিষেক লিখেছেন, দেশের দায়িত্বশালী নাগরিক হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও দেশকে একজোট রাখতে সেনার পাশে রয়েছি। শহিদ জওয়ানদের স্ত্রী ও সন্তানদের জন্য আমার তরফ একটা সামান্য চেষ্টা। সেনা কল্যাণ তহবিলে নিজের তিন মাসের বেতন দিতে চাই।

3/4

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেক কেটে পাঁচ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো।   

4/4

পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমার ছেলে হলে, তাকে সেনাবাহিনীতে পাঠাব”। লেখেন একটি খোলা চিঠি। লিখেছিলেন, “ পুলওয়ামার ঘটনার পর দেশবাসীর মতো আমিও মর্মাহত। অনেক কথা হয়েছে, এবার সময় এসেছে কয়েকটি পদক্ষেপ করার।  বাহিনীর কল্যাণে আমি আমার তিন মাসের বেতন দিলাম। জানি এটা সমুদ্রের কাছে এক ফোঁটা জল। কিন্তু ছোটো ছোটো ফোঁটা হয়েই তো সমুদ্র তৈরি হয়। যুবসমাজের মধ্যে জাতিয়তাবাদী চেতনা গড়ে তুলতে  ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার, আলোচনাসভা, শিক্ষামূলক নির্দেশিকা জারি করতে পারে স্কুল-কলেজগুলি”।