ফিট! মিগ-২১-এর ককপিটে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান

Aug 23, 2019, 19:32 PM IST
1/5

ফিরলেন অভিনন্দন

ফিরলেন অভিনন্দন

৬০ ঘণ্টা পাকিস্তানে যুদ্ধবন্দি ছিলেন তিনি। পাকিস্তানি সেনার তরফে দাবি করা হয়েছিল, অভিনন্দন বর্তমানকে শারীরিক নিগ্রহ করা হয়নি। তবে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের চোখে-মুখে মানসিক হেনস্থার ছাপ ছিল স্পষ্ট। 

2/5

ফিরলেন অভিনন্দন

ফিরলেন অভিনন্দন

মিগ-২১ বাইসন থেকে ইজেক্ট করে পাকিস্তানের মাটিতে পড়ার পর স্থানীয় মানুষদের হাতে নিগৃহীত হতে হয়েছিল অভিনন্দনকে। তার পর তাঁকে পাকিস্তানি সেনা নিজেদের হেফাজতে নেয়। এর পর জেনেভা কনভেশন-এর শর্ত মেনে অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয় ইমরান খানের সরকার। 

3/5

ফিরলেন অভিনন্দন

ফিরলেন অভিনন্দন

দেশে ফেরার পর একের পর এক শারীরিক ও মানসিক পরীক্ষায় বসতে হয়েছে অভিন্দনকে। তিনি সব কটি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন। ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিন অভিনন্দনকে ফিট বলে ঘোষণা করেছে। 

4/5

ফিরলেন অভিনন্দন

ফিরলেন অভিনন্দন

এবার মিগ-২১-এর ককপিটে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন। ফের যুদ্ধবিমান ওড়ালেন তিনি। 

5/5

ফিরলেন অভিনন্দন

ফিরলেন অভিনন্দন

২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের একটি এফ সিক্সটিন বিমান ধ্বংস করেছিলেন অভিনন্দন। তার পরই তাঁর মিগ ২১ বাইসন বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তিনি তখনই ইজেক্ট করে বেরিয়ে আসেন। পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়েছিলেন তিনি।