জামা, জুতো, চশমা, ঘড়ির মতো এবার মদও পাওয়া যাবে অনলাইনে। চাইলেই তা অর্ডার করা যাবে এবং সেটা পৌঁছে যাবে আপনার ঘরে। অর্থাত্, এবার থেকে মদও মিলবে ‘হোম ডেলিভারি’-তে।
2/6
এই উদ্যোগ নিতে চলেছে মহারাষ্ট্রের দেবেন্দে্র ফড়নবিশের সরকার।
photos
TRENDING NOW
3/6
ইন্ডিয়া টুডে প্রকাশিত খবর অনুযায়ী হোম ডেলিভারি-সহ মদের অনলাইন বিপননীর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকারের আবগারি দফতর। মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন, “মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
4/6
মহারাষ্ট্র সরকার মনে করছে, বাড়ি বাড়ি মদ পৌঁছে গেলে এই সমস্যা অনেকটাই সমাধান করা যাবে। একই সঙ্গে মদের হোম ডেলিভারি করে রাজস্ব বৃদ্ধির বিষয়টিও ভাবা হয়েছে বলে জানা গিয়েছে।
5/6
উল্লেখ্য, ২০১৭-১৮ আর্থিক বর্ষেই মদ বিপননীতে ১৫ হাজার কোটি টাকা আদায় করেছে মহারাষ্ট্র সরকারের আবগারি দফতর। এবং অনলাইনে মদ বিক্রি হলে সেই রাজস্বের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
6/6
অনলাইনে মদ কিনতে লাগবে আধার কার্ড। যাচাই করে নেওয়া হবে উপভোক্তার বয়সও। যদি ক্রেতা কিশোর হন তাহলে তাকে মদ দেওয়া হবে না।