রক্তের উভয় সঙ্কট! সামাল দিতে চিকিৎসকদের তরফে আয়োজন করা হল রক্তদান শিবিরের

May 24, 2020, 22:18 PM IST
1/5

মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হল ভ্রাম্যমান রক্তাদান শিবির। টিম প্রোটেক্ট দ্য ওয়ারিয়র-এর আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিসের ACP পিনাকী চক্রবর্তী। 

2/5

করোনার প্রকোপে সম্প্রতি রক্তদান শিবির প্রায় বন্ধ। এ দিকে গরমে রক্তের চাহিদা বেড়েছে। বলার অপেক্ষা রাখে না চারিদিকে রক্তের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে হাহাকার।

3/5

আর সেই ঘাটতি কিছুটা পূরণেই এগিয়ে এলেন কয়েজন চিকিৎসক। আয়োজিত হল রক্তদান শিবির। মোট ৫০ জন ছিলেন রক্তদান শিবিরে।

4/5

এদের মধ্যে ছিলেন ২০ জন চিকিৎসকও। কার্যত কাঁধে কাঁধ মিলিয়েই চলল রক্তদান শিবির। উল্লেখ্য, প্রশাসনের নির্দেশ মতো কলকাতা পুলিসের তরফে নিয়মিত রক্তদান শিবির করা হচ্ছে।

5/5

পাশাপাশি বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থাও বিধিনিষিধ মেনেই রক্তদান শিবিরের আয়োজন করছেন। করোনার আবহে এভাবেই সঙ্কট মোকাবিলায় নেমেছেন সকলে। এবার বাদ গেলেন না এঁরাও।