Netaji Birthday: জন্মদিনে ভোগ নেতাজির নামে, দেখে নিন কোথায় আছে এই মন্দির

Jan 23, 2022, 14:45 PM IST
1/5

কোথায় আছে এই মন্দির

where is this temple

মন্দিরের ভেতরে রয়েছে মহাদেব, লক্ষ্মী-নারায়ণ ও পঞ্চমুখী হনুমান সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। তাদের পাশাপাশি রয়েছে নেতাজি‌ সুভাষ চন্দ্রের মূর্তিও। জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি এলাকায় অবস্থিত রয়েছে এই হনুমান মন্দির।

2/5

কে প্রতিষ্ঠা করেন মন্দির

who founded the temple

গত ছয় দশকের বেশি সময় ধরে এই মন্দিরের দেওয়ালের সঙ্গে জুড়ে রয়েছে নেতাজি‌র মূর্তি। জানা যায়, ষাটের দশকে জলপাইগুড়ির মাসকলাইবাড়ি শ্মশান সংলগ্ন এই এলাকায় এসেছিলেন করপোত্রি মহারাজ নামে এক সাধু। তিনিই এখানে এই হনুমান মন্দির নির্মান করেন। একই সঙ্গে নেতাজির মূর্তিও এই মন্দিরে এনে রাখেন তিনি 

3/5

নিয়মিত পূজিত হন নেতাজি

netaji is worshiped everyday

সমস্ত দেবদেবীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পুজো করতেন। সেই থেকে সারা বছর ধরেই এখানে নিয়মিত পূজিত হন তিনি। আজ তার জন্মদিন উপলক্ষে পায়েস ও অন্নভোগ দেওয়া হয় বলে মন্দিরের তরফে জানা গেছে

4/5

কী বলছেন স্থানীয় বাসিন্দারা

what are the local people saying

হনুমান মন্দিরে ছোটবেলা থেকেই নেতাজির মূর্তি দেখছেন। আজ ঠাকুরের পূজার সঙ্গেই দেশনায়কের পূজায় অংশগ্রহণ করতে পেরে ভাল লাগল বলে জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা।   

5/5

কী জানালেন মন্দিরের পুরোহিত

what did the priest say

মন্দিরের পুরোহিত জানিয়েছেন রবিবার নেতাজির জন্মদিনে স্পেশাল ভোগের আয়োজন করা হয়েছে। যদিও সারা বছরই ভোগ দেওয়া হয় তাকে। পায়েস এবং অন্নভোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত