আপনার হাতের কাছেই ঘুরে বেড়াচ্ছে বিরল সাদা হরিণ, যাবেন নাকি দেখতে?

Rare Albino Deer: উত্তর প্রদেশের বনাঞ্চলে এক সাদা হরিণশাবক দেখা গিয়েছে। বিরল এই সাদা হরিণছানার ছবি ট্যুইটারে পোস্টও করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার আকাশ দীপ বাধওয়ান। পোস্ট করা ছবিটিতে মা হরিণের সঙ্গে সাদা হরিণশাবকটিকে দেখা গিয়েছে।

| Mar 13, 2023, 14:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর প্রদেশের কাটারনিয়াঘাট অভয়ারণ্যে এক সাদা হরিণশাবক দেখা গিয়েছে। বিরল এই সাদা হরিণছানার ছবি ট্যুইটারে পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার আকাশ দীপ বাধওয়ান। পোস্ট করা ছবিটিতে মা হরিণের সঙ্গে সাদা হরিণশাবকটিকে দেখা গিয়েছে। ছবির একটি ক্যাপশনও দিয়েছেন ফরেস্ট সার্ভিস অফিসার আকাশ দীপ বাধওয়ান। সেখানে তিনি লিখেছেন-- যেখানে সচরাচর বিরলের দেখাই মেলে, কাটারনিয়াঘাটে একটি অ্যালবিনো হরিণশাবক দেখা গিয়েছে!

1/6

মেলানিনের উৎপাদনে বিঘ্ন

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই অ্যালবিনিজম বা বর্ণহীনতার ঘটনা ঘটে। যখন একই প্রাণী তার মা-বাবা দুজনের কাছ থেকেই এক বা একাধিক পরিবর্তিত জিন উত্তরাধিকার সূত্রে পায় তখন কখনও কখনও তার শরীরে মেলানিনের উৎপাদনে বিঘ্ন ঘটে। ট্যুইটারে পোস্ট হতেই সাদা হরিণের ছবিটি ভাইরাল হয়ে যায়। 

2/6

স্বাগত সাদা হরিণের দেশে

সাদা হরিণের ছবিটি ট্যুইটারে শেয়ার করে অন্য এক ফরেস্ট অফিসীর লেখেন-- প্রকৃতিতে ব্যতিক্রমগুলি শুরুতেই হারিয়ে যায়। তাদের মানিয়ে নেওয়াটা কঠিন!  

3/6

সুন্দর কাটারনিয়াঘাট

ওই ট্যুইটে হরিণছানার ছবি দেখে এক উল্লসিত বন্যপ্রাণপ্রেমী লিখেছেন-- 'অসাধারণ! তাহলে তো কাটারনিয়াঘাট ভ্রমণে যেতে হয়!' 

4/6

সাদা হরিণের পাড়া

সাদা হরিণ অবশ্য বিশেষ কোনো প্রজাতি নয়। অ্যালবিনো প্রাণীরা আংশিক বা পুরোপুরি ভাবে তাদের গায়ের রং হারিয়ে থাকে।   

5/6

অ্যালবিনো প্রাণী

এই অ্যালবিনো প্রাণীদের দৃষ্টিশক্তি সাধারণত কম হয়। সঙ্গী পেতেও সমস্যা হয়। আর সাদা রঙের কারণে এরা সহজেই শিকারিদের খপ্পরেও পড়ে।  

6/6

ওডিশার অঙ্গুলেও

১৫ বছর আগে ভারতের ওডিশার অঙ্গুল জেলাতেও এই রকম সাদা হরিণ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।