1/5
কাকের হামলা
2/5
কাকের হামলা
কথিত আছে, সাপ নাকি প্রতিশোধ নিতে জানে। কেউ কখনও কোনও সাপকে মারলে তাঁর সঙ্গী নাকি সেই ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তি দেয়। যদিও এই প্রচলিত কথার কোনও বাস্তব ভিত্তি নেই। কিন্তু তাই বলে কাক! শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি। মধ্যপ্রদেশের সুমেলা গ্রামের শিবা কেওয়াতকে প্রতিদিন নিয়ম করে আক্রমণ করে কাকেদের দল।
photos
TRENDING NOW
3/5
কাকের হামলা
4/5
কাকের হামলা
কাক কি এমন করতে পারে! পক্ষী বিশারদরা বলছেন, কাক অন্য পাখিদের থেকে বুদ্ধিমান। ফলে তাঁর পক্ষে কোনও মানুষের মুখ মনে রেখে এমন কাণ্ড ঘটানো সম্ভব। কাকের হামলায় শিবার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। তিন বছর ধরে এমন ঘটনা ঘটে চলেছে তাঁর সঙ্গে। শুরুর দিকে তিনি পাত্তা দেননি। কিন্তু পরে ব্যাপারটা বুঝতে পারেন।
5/5
কাকের হামলা
photos