নেতা-মন্ত্রীদের ধমক! যা যা না করলে তৃণমূল করা যাবে না, জানালেন মমতা

Jun 21, 2018, 15:01 PM IST
1/7

"জনসংযোগ না করলে তৃণমূল করার দরকার নেই। ধ্বংসাত্মক রাজনীতি তৃণমূল পঞন্দ করে না"  

2/7

"মন্ত্রীদের কাজ জনসংযোগ বাড়ানো। মন্ত্রীরাও ছাড় পাননি, আপনারাও পাবেন না- দলের নেতা কর্মীদের কড়া বার্তা।" 

3/7

"পঞ্চায়েত ভোটে অনেক কর্মী বঞ্চিত হয়েছেন। দলের নির্দেশ অমান্য করে বঞ্চনা করা হয়েছে।যাঁরা বঞ্জিত হয়েছেন তাদের ডেকে আনুন।  এই নির্দেশ অমান্য করলে কড়া শাস্তি দেওয়া হবে।" 

4/7

"ছাত্র রাজনীতি মানে ছাত্রছাত্রীদের সাহায্য করা, টাকা তোলা নয়। ছাত্র রাজনীতি ভবিষ্যতের দেশ গড়ার কাজ।"

5/7

"কেউ কেউ ভাবছেন, তাঁরা দলের থেকে বড় তাঁরা দলের নির্দেশ, হুইপ কিছু মানছেন না। লিডার মানে ল্যাডার নয়। জেলা নেতৃত্বের সঙ্গে যুব নেতৃত্বের কোনও ফারাক করা চলবে না। জেলা, যুব, মহিলা, সব ভাগের মধ্যে সমন্বয় করে চলতে হবে।যুব সভাপতিদের জেলার নেতাদের মেনে চলতে হবে।"

6/7

"জেলা পরিষদে কারোর পছন্দ চলবে না, আমি জেলা সভাধিপতি ঠিক করব- সাধারণ মানুষ পরিষেবা ঠিকমতো না পেলে প্রয়োজনে গ্রেফতার।"

7/7

"জেলায় জেলায় জনসংযোগ বাড়াতে অনুষ্ঠান করুন, মিটিং করুন"