এত্তো টাকা! লোকসানে চলা রেলে বেতন বাড়ছে ২০০ শতাংশ

Jan 23, 2019, 17:09 PM IST
1/5

লোকসভা ভোটের আগে সুখবর রেল কর্মীদের। গার্ড, লোকো চালক ও সহযোগী লোকো চালকদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এর ফলে কর্মী সংগঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। 

2/5

এর ফলে প্রায় ২০০ শতাংশ বাড়তে চলেছে মোট বেতন। রেলের এই সিদ্ধান্তে জেরে বছরে ১,২২৫ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপল। 

3/5

লোকসভা ভোটের আগে প্রতিটি রাজ্যের শিক্ষক ও অধ্যাপকদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকেই কার্যকর করা হচ্ছে। অর্থাত্ ৩ বছরের বর্ধিত বকেয়া বেতন পাবেন শিক্ষক-অধ্যাপকরা। 

4/5

শুধু শিক্ষকরাই নন, শিক্ষাকর্মীরাও বর্ধিত বেতন পাবেন। অধ্যাপক স্তরে বেতন বাড়তে চলেছে মাসে প্রায় ৪০,০০০। তার নিচুস্তরে বেতন বাড়ছে মাসে প্রায় ৭০০০ টাকা।   

5/5

সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে লখনৌয়ের নগর নিগম কর্মীদের বেতন পেনশন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ২০১৯ সালের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন বাড়তে চলেছে তিনগুণ।