১৭-র কিশোরীকে বিয়ে ৭৮ বছরের বৃদ্ধের, ১ মাসও টিকল না দাম্পত্য!

Nov 05, 2020, 20:58 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: পাত্র ৭৮ বছরের বৃদ্ধ।  পাত্রী ১৭ বছরের কিশোরী। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা।  তার মাস ঘোরার আগেই বিবাহ বিচ্ছেদের পথে দম্পতি। ঘটনাটি ইন্দোনেশিয়ার।         

2/7

১৭ বছরের ননী নবিতাকে বিয়ে করেছিলেন ৭৮ বছরের বৃদ্ধ আবাহ সারনা।  মাস খানেক আগের ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা দ্বীপের সুবাং এলাকায় এমন অসম বয়সী বিবাহ নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

3/7

সামাজিক যোগাযোগ মাধ্যমে নব দম্পতির ছবি নিয়ে চর্চাও কম হয়নি। কিন্তু সেই বিয়ে টিকল না এক মাসও।     

4/7

বিয়ের ২২ দিন পর বিবাহ বিচ্ছেদে চাইলেন আবাহ। বিবাহ বিচ্ছেদের নোটিস দেখে হতভম্ব ননীর পরিজনরা। 

5/7

তাঁর বোন ইয়ান জানান, আবাহকে নিয়ে আমাদের পরিবারে কোনও সমস্যা নেই। বরং পাত্রপক্ষের তরফেই আপত্তি তোলা হয়েছে।  

6/7

বিচ্ছেদের নোটিস পাওয়ার পর অবসাদে ডুবে যান ননী। ইয়ান বলেন,''গোটা দিন আমার বোন মুখে খাবার তোলেনি।'' আবাহর পরিবারের দাবি, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন ননী নবিতা।     

7/7

বিয়েতে ট্রাকভর্তি পণ দিয়েছিলেন আবাহ। ইন্দোনেশিয়ার টাকায় ২৮১৯  (ভারতীয় মুদ্রা), মোটর সাইকেল, আসবাবপত্র দিয়েছিলেন ননীকে।