1/8
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক যেন এক টুকরো রামধনু মাটিতে নেমে এসেছে। লাল-নীল-সবুজ-হলুদ নানা রঙের এক সেতু, শুধুমাত্রই পথচারীদের জন্য। আর এই চোখ ধাঁধানো সেতু দেখতে পাবেন আমাদের ভারতের গুজরাটের আহমেদাবাদে, সবরমতী নদীর উপরে। সেতুর নাম 'অটল ব্রিজ'। শনিবার এই ব্রিজের উদ্বোধন করতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ সকালেই ব্রিজের ছবি ট্যুইট করেছেন, ক্যাপশনে লেখা 'দুর্দান্ত না!' কিন্তু এই অটল ব্রিজের রয়েছে কিছু অজানা তথ্য ...
2/8
photos
TRENDING NOW
3/8
২. আহমেদাবাদে প্রত্যেকবছর টানা সাত দিন ধরে চলে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, 'উত্তরণ'। এই উৎসবে বিভিন্ন দেশ থেকে আসা মানুষ বিভিন্ন নকশার ঘুড়ি নিয়ে হাজির হয়। এই ঘুড়ি উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিজের নকশা করা হয়। সেতুর ছাদের বিভিন্ন রং এই উৎসবের ইঙ্গিত দেয়। ব্রিজের রেলিংগুলি কাঁচ এবং স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি।
6/8
7/8
photos