মোদী জমানায় কোটিপতি বেড়েছে ৬০ শতাংশ: আয়কর দফতর

Oct 22, 2018, 19:37 PM IST
1/7

মোদী জমানায় কোটিপতি:

Income_1

মোদী জমানায় বৃদ্ধি পেয়েছে কোটিপতির সংখ্যা। এমনটাই জানা যাচ্ছে আয়কর দফতরের এক রিপোর্টে।

2/7

মোদী জমানায় কোটিপতি:

Income_2

সোমবার, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) তরফে জানানো হয়েছে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ী কোটিপতির সংখ্যা। 

3/7

মোদী জমানায় কোটিপতি:

Income_3

বছরে এক কোটি টাকার বেশি আয় করেন এমন করদাতার সংখ্যা এই মুহূর্তে ১.৪০ লক্ষ। যা এক ঝটকায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

4/7

মোদী জমানায় কোটিপতি:

Income_4

২০১৪-১৫ অর্থবর্ষে কোটি পতি আয়কর দাতার  সংখ্যা ছিল ৮৮,৬৪৯ জন। ২০১৭-১৮ অর্থ বর্ষে তা দাঁড়িয়েছে ১,৪০,১৩৯।

5/7

মোদী জমানায় কোটিপতি:

Income_5

ব্যক্তিগতভাবে জমা দেওয়া কোটিপতি আয়কর প্রদেতার সংখ্যা বেড়েছে নজিরবিহীনভাবে। ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮৭ অর্থবর্ষে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোটিপতি।

6/7

মোদী জমানায় কোটিপতি:

Income_6

সিবিডিটি-র চেয়ারম্যান সুশীল চন্দ্র জানিয়েছেন, গত চার বছর ধরে আয়কর দফতর যে ভাবে কঠোর নিয়ম, প্রচার চালিয়েছে তারই ফল এটি।

7/7

মোদী জমানায় কোটিপতি:

Income_7

আয়কর জমা দেওয়ার হার-ও ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে ছিল ৩.৭৯ কোটি। ২০১৭-১৮ অর্থবর্ষে দাঁড়িয়েছে ৬.৮৫ কোটি।