1/7
Pic1
2/7
Pic2
photos
TRENDING NOW
3/7
Pic3
4/7
Pic4
খাবার ও প্যান্ট্রি- রেলের খাবারের মান নিয়ে প্রায়শই বিতর্ক তৈরি হয়। এ জন্য আইআরসিটিসি-র মাধ্যমে খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে রেল। ট্রেনের খাবার যাতে প্লেনের খাবারের সঙ্গে পাল্লা দিতে পারে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। প্যান্ট্রিগুলিকে বাতানুকুল করার প্রচেষ্টাতেও গতি এসেছে। এছাড়া, ট্রেনের প্যান্ট্রিতে এলপিজি সিলিন্ডারের বদলে 'ইনডাকশন কুক টপ' ব্যবহারের ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। এরফলে অগ্নিকাণ্ডের সম্ভবনাও এড়ানো যাবে। স্টেশনে স্টেশনে খাবারের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও নিয়েছে রেল।
5/7
Pic5
6/7
Pic6
7/7
Pic7
photos