দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন যাঁরা

Jun 16, 2020, 19:58 PM IST
1/5

রুডলফ ভ্যান ডার মর্ভে-  জন্ম জোহানেসবার্গে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা শুরু করেন তিনি। ২০১৫ সালে নেদারল্যান্ডসে চলে যান। বর্তমানে ডাচ ক্রিকেট দলের প্রধান অলরাউন্ডার হলেন রুডলফ।

2/5

ডার্ক ন্যানেস-  ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক হয় ডার্ক ন্যানেসের। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন।

3/5

লিউক রনচি-  ২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে তে অভিষেক হয় লিউক রনচির। ২০১৩ সাল থেকে নিউ জিল্যান্ডের হয়ে খেলেন তিনি।

4/5

বয়েড র‌্যানকিন- আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি দুই দেশের হয়ে সব ফরম্যাটে প্রতিনিধিত্ব করেছেন। প্রথমে আয়ারল্যান্ড তারপর ইংল্যান্ডের হয়ে খেলেন বয়েড র‌্যানকিন।

5/5

ইয়ন মর্গ্যান- ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্য়ান আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন নিজের দেশ আয়ারল্যান্ডের হয়ে। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়েও খেলেন তিনি। এরপর ২০০৯ সালে তিনি ইংল্যান্ডে চলে যান। তারপর থেকে ইংল্যান্ডের হয়েই খেলছেন তিনি।