মুদি থেকে সাফাই কর্মী, চিহ্নিত করা হলো ৩০০-র বেশি 'সুপার সংক্রমক'কে

May 10, 2020, 19:41 PM IST
1/5

প্রায় ৩৩৪ জনকে করোনাভাইরাসের সুপার-স্প্রেডার বলে চিহ্নিত করল আহমেদাবাদের প্রশাসন। চিহ্নিত করা ব্যক্তিদের এক একজনের থেকে অসংখ্য মানুষ করনা ভাইরাস সংক্রমিত হয়েছেন।

2/5

একজন ব্যক্তি থেকে বহু মানুষ সংক্রমিত হলে সেই ব্যক্তিকে সুপার-স্প্রেডার বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সবজি বিক্রেতা, মুদি ব্যবসায়ী, দুধের দোকানদার, পেট্রলপাম্প কর্মী বা সাফাইকর্মীরা করোনাভাইরাস সংক্রমিত হলে সুপার-স্প্রেডারে পরিণত হন। 

3/5

জীবিকাগত কারণেই অসংখ্য মানুষের সংস্পর্শে আসতে হয় এই ব্যক্তিদের। ফলে এঁদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি অনেক গুণ বেশি। 

4/5

বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমণ এর পরেও যেহেতু লক্ষণ দেখা দিতে বেশ কিছুটা সময় লাগে তাই নিজেদের অজান্তে আর‌ও ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে তাদের সংক্রমিত করে সুপার-স্প্রেডাররা।

5/5

শনিবার পর্যন্ত গুজরাটে মোট ৭,৭৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত ৪৭২-এর‌ও বেশি।