কলকাতায় ৩০ ফুটের গণেশ!

Sep 12, 2018, 15:46 PM IST
1/7

 কলকাতায়  এবার ৩০ ফুটের গণেশ। এবারের গণেশ চতুর্থী জমে গিয়েছে তঘরিয়ায়।

2/7

তেঘরিয়ার এবার সবচেয়ে বড় গণেশ পুজো হচ্ছে। মূর্তির উচ্চতা ৩০ ফুট।

3/7

কাউন্সিলর সুভাষ বসুর উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে।

4/7

মুম্বইয়ের অনুকরণেই এবার কলকাতায় বিশালাকৃতির গণেশ মূর্তির পুজোর আয়োজন করেছেন কাউন্সিলর।

5/7

ধূমধাম করে চলছে পুজোর আয়োজন। মহারাষ্ট্র থেকে পুরোহিত এসেছেন মোট ২৭ জন।

6/7

২২ জন পুরোহিত হোম-যজ্ঞ করবেন, বাকি ৫ জন পুজো করবেন বলে জানা গিয়েছে।

7/7

পুজোর উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন  শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, অর্জুন সিং, দোলা সেন-সহ তৃণমূলের প্রথম সারির নেতারা।