মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে ১০ বছর কারাদণ্ডের রায় শোনাল আদালত

Nov 19, 2020, 18:00 PM IST
1/5

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে পাকিস্তানের এক আদালত ১০ বছরের কারাদণ্ডের রায় শোনাল।  

2/5

দুটি জঙ্গি হামলার ঘটনায় টেরর ফান্ডিং-এর জন্য হাফিজ সঈদকে দোষী সাব্যস্ত করেছে সেই আদালত। 

3/5

হাফিজ ছাড়াও জফর ইকবাল, আব্দুল রহমান মক্কি, ইয়াহা মুজাহিদকেও সাজার নির্দেশ দিয়েছে আদালত। 

4/5

জমাত উদ দাওয়া সংগঠনের প্রধান হাফিজ সঈদ লাহোরে একটি জঙ্গি হামলার জন্য টেরর ফান্ডিং করেছিল বলে অভিযোগ।

5/5

হাফিজ সঈদের নামে এখন ২৯টি মামলা চলছে। আদালত এদিন হাফিজকে শাস্তি দেওয়ার পাশাপাশি তার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। হাফিজ এখন লাহোরের লাখপত জেলে রয়েছে।