Hilsha: মরশুমে প্রথমবার জালে পড়ল টন টন ইলিশ! এবার খুব সস্তায় পাতে রুপোলি শস্য...

Hilsha Price: বর্ষায় ইলিশ ছাড়া বাঙালির চলে না। আর সেই ইলিশ নিয়ে এবার সুখবর।

Jul 31, 2024, 16:48 PM IST
1/5

একদিনে জালে ১০ টন ইলিশ!

Hilsha

নকিব উদ্দিন গাজি: মরশুমের প্রথম ইলিশ ভর্তি ট্রলার ভিড়ল নামখানা মত্‍স্য বন্দরে। মরশুমে এই প্রথম ভালো পরিমাণ ইলিশ নিয়ে ট্রলার ঢুকল নামখানার ঘাটে।  

2/5

একদিনে জালে ১০ টন ইলিশ!

Hilsha

আবহাওয়া কাটতেই মৎস্যজীবীদের জালে ধরা দিল টন টন রুপোলি ইলিশ। একদিনে প্রায় ১০ টন ইলিশ মাছ নিয়ে এদিন নামখানা ঘাটে এল মৎস্যজীবীদের ট্রলার।   

3/5

একদিনে জালে ১০ টন ইলিশ!

Hilsha

চলতি মরশুমের প্রথম থেকেই ক্ষতির সম্মুখীন হয়েছিলেন মৎস্যজীবীরা। তবে এই মুহূর্তে আবহাওয়া অনুকূল রয়েছে। ফলে ভালো পরিমাণ ইলিশ মাছ জালে পড়তে শুরু করেছে।   

4/5

একদিনে জালে ১০ টন ইলিশ!

Hilsha

মৎস্যজীবীরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা। ২-৩ দিনের মধ্যে বাকি ট্রলারগুলিও ফিরে আসবে।   

5/5

একদিনে জালে ১০ টন ইলিশ!

Hilsha

আর তারপরই বাজারে ইলিশের যা চাহিদা রয়েছে তা অনেকটাই পূরণ হবে বলে আশা। দামও অনেকটাই কমবে।