10 Forgotten Pics of Indians: উল্টে দেখুন অবিস্মরণীয় ইতিহাসের ১০টি হলুদ পাতা...
ইতিহাসের পাতা উল্টে যায়। আর অধ্যায়ের পর অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। ইতিহাসের হলুদ হয়ে যাওয়া পাতা কত ধূসর ঘটনার স্মৃতি তুলে আনে। ফিরে দেখার পর্বে কত বিরল বিচিত্র মুহূর্ত ধরা দেয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাসের পাতা উল্টে যায়। আর অধ্যায়ের পর অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। ইতিহাসের হলুদ হয়ে যাওয়া পাতা কত ধূসর ঘটনার স্মৃতি তুলে আনে। ফিরে দেখার পর্বে কত বিরল বিচিত্র মুহূর্ত ধরা দেয়। ভারতের ইতিহাস, রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম, বিজ্ঞান, সঙ্গীত, ব্যবসা-- কত ক্ষেত্রে কত মণিমুক্তো ছড়িয়ে। এক-একটি ঘটনা আমাদের কয়েক যুগ এগিয়ে দিয়েছে। তেমনই কিছু ঘটনার দিকে একবার ফিরে দেখা।
1/10
'সুরশ্রী'
খুব ছোট থেকেই কেশরবাই কেলকর তাঁর কণ্ঠমাধুর্যের জন্য তাঁর গ্রামে সমাদৃত ছিলেন। গ্রামের লোকজন তাঁর গান শুনতে ভালোবাসতেন। ১৯৩৮ সালে তিনি 'সুরশ্রী' উপাধিতে ভূষিত হন। তাঁর গীত 'ভৈরবী'কে হিন্দুস্থানী রাগসঙ্গীতের অন্যতম উচ্চমানের সৃষ্টি বলে মনে করা হয়। বিঠোফেন ও মোৎজার্টের পরে একমাত্র তাঁরই সঙ্গীত নাসার ভয়েজার ১ মহাকাশে বহন করে নিয়ে যায়।
2/10
'দ্য গ্রেটেস্ট ন্যাচরাল প্লেয়ার অফ মডার্ন টাইমস'
photos
TRENDING NOW
3/10
গণিতজ্ঞ
4/10
ভারতের প্রথম মহিলা সিএ
5/10
ইন্ডিয়ান ফাদার অফ গড পার্টিকল
6/10
তিন কিংবদন্তি
মান্না দে মহম্মদ রফি কিশোর কুমার। গত শতকের বলিউডের ৫-৬-৭ ও ৮-এর দশক জুড়ে হিন্দি গানের জগতে তাঁরা প্রায় ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের মতো প্রতিপত্তিশালী। এই তিন কিংবদন্তি একসঙ্গে একটি গানও গেয়েছিলেন। ১৯৮২ সালের ছবি 'চলতি কা নাম জিন্দেগি'তে একসঙ্গে গেয়েছিলেন এঁরা। সেই বিরল গানটি ছিল-- 'বন্দ্ মুঠ্ঠি লাখ কি খুলি তো পেয়ারে খাক কি'!
7/10
রানি সেথুল লক্ষ্মী বাই
8/10
সর্বকনিষ্ঠ মহিলা বিপ্লবী
9/10
সুস্বরলক্ষ্মী
10/10
রতন টাটা
photos