''দেশটাকে তিন-চারজনের হাতে তুলে দিয়েছেন Pm Modi'', ফের রাহুলের আক্রমণ

''ওরা আমাকে গুলি করে খুন করতে পারে। কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না।''

Updated By: Jan 19, 2021, 04:25 PM IST
''দেশটাকে তিন-চারজনের হাতে তুলে দিয়েছেন Pm Modi'', ফের রাহুলের আক্রমণ

নিজস্ব প্রতিবেদন- কখনও কৃষক আন্দোলন (Farmer's Protest), কখনও আবার অরুণাচল প্রদেশে চিনের তৈরি গ্রামে ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।  উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, অরুণাচল প্রদেশের বিতর্কিত অংশে চিন গ্রাম তৈরি করে ফেলেছে। সেই গ্রামে ১০০-র বেশি বাড়িও তৈরি হয়েছে। এই নিয়ে সরব হয়েছে ভারত সরকার। আর তার পরই এদিন খবরের কাগজে প্রকাশিত একটি প্রতিবেদন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাহুল। তিনি লেখেন, ওঁর প্রতিশ্রুতির কথা মনে করুন। আমি দেশকে ঝুঁকতে দেব না বলেছিল। নাম না করেই PM Modi-কে আক্রমণ করেন তিনি।

কৃষক আন্দোলন নিয়েও এদিন মোদীকে সরাসরি আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ''কৃষক আন্দোলন (Farmer's Protest) একটা ট্র্যাজেডি। কেন্দ্রীয় সরকার সেই ট্র্যাজেডি এড়িয়ে যেতে চাইছে। একনায়কতন্ত্র চলছে সারা দেশে। দেশটা তিন-চারজনের হাতে চলে গিয়েছে। কারণ সেই তিন-চার জন প্রধানমন্ত্রীর কাছের মানুষ। কৃষি এখন সব থেকে বড় ব্যবসা। দেশের জনগণ একটা হাস্যকর শো দেখছে। নিজেদের প্রাপ্যটুকুও পাচ্ছে না চাষিরা। মান্ডি সিস্টেম নষ্ট করে ফেলা হয়েছে। মধ্যবিত্তকে শেষ করার চক্রান্ত চলছে। কৃষকরা আসল দেশভক্ত। ওঁরা অন্তত দেশকে নিয়ে ছিনিমিনি খেলা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে।''

আরও পড়ুন-  Somnath Temple ট্রাস্টের চেয়ারম্যান নির্বাচিত হলেন Narendra Modi

রাহুল গান্ধী এদিন আরও একবার মনে করিয়ে দিলেন, তিনি আন্দোলনের শেষ পর্যন্ত কৃষকদের সঙ্গে থাকবেন। কংগ্রেস নেতা বলেছেন, ''দেশের প্রতিটা কৃষক জানেন, রাহুল গান্ধী তাঁদের জন্য কী করেছে। নরেন্দ্র মোদীকে আমি ভয় পাই না। আমি সাফ-সূত্র একজন মানুষ। আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। ওরা আমাকে গুলি করে খুন করতে পারে। কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না। আমি একা সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখি।''

.