'কালীঘাটে কি Vaccine-র কারখানা তৈরি হয়েছে?' Mamata-কে নিশানা Dilip-র

'কম-বেশি (ভ্যাকসিন) যা হয়েছে, অভিযোগ করা উচিত।'

Updated By: Jan 16, 2021, 06:45 PM IST
'কালীঘাটে কি Vaccine-র কারখানা তৈরি হয়েছে?' Mamata-কে নিশানা Dilip-র

নিজস্ব প্রতিবেদন: 'কালীঘাটে কি কারখানা তৈরি হয়েছে? লোকে নেবে কেন?' টিকাকরণ কর্মসূচির প্রথমদিনেই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, 'কম-বেশি (ভ্যাকসিন) যা হয়েছে, অভিযোগ করা উচিত। কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে। তাই হাল্কা কথা বলা উচিত নয়।'

সারাদেশের মতোই সরকারের কড়া নজরদারিতে শনিবার থেকে বাংলাতেও শুরু হল করোনার টিকাকরণ কর্মসূচি (Vaccination)। সবাইকে ঠিকমতো ভ্যাকসিন (Vaccine) পাচ্ছেন তো? সকালে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য়মে তদারকি করছিলেন মুখ্য়সচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়। তাঁর ফোন থেকেই জেলাশাসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। বলেন, 'প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে। কিন্তু তা ঠিক নয়। এ নিয়ে যেন কোনও সমস্যা তৈরি না হয়, গুজব না ছড়ায়, সেদিকে নজর রাখতে হবে জেলাশাসকদের।' মুখ্যমন্ত্রীর দাবি, 'কেন্দ্রীয় সরকার পরিমাণে কম ভ্যাকসিন পাঠিয়েছে। এতে সবার হবে না। কিন্ত উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে ভ্য়াকসিন দেবে সরকার।'

আরও পড়ুন: আমি ট্রায়ালে Vaccine-র ২টো ডোজ নিয়েছি, সুস্থ আছি : ফিরহাদ হাকিম

এদিন সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে টিকা দেওয়া হয়। এমনকী, বাদ যাননি শাসকদলের জনপ্রতিনিধিরাও। ভ্যাকসিন নিয়েছেন তৃণমূলের ২ বিধায়ক ও ১ জন প্রাক্তন বিধায়কও।  এমনকী, আলিপুরদুয়ারে জেলা স্বাস্থ্য দফতরের  টিকাকরণের তালিকায় নাম ছিল শাসকদলেরই আর এক বিধায়ক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। বিতর্কে মুখে শেষপর্যন্ত অবশ্য় ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকেন তিনি। সেই প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, 'চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিসকর্মীদের আগে টিকা দেওয়া হবে। কারণ, এঁরা হাইরিস্ক জোনে কাজ করেন। কিন্তু বাংলায় তৃণমূলের বিধায়কও টিকা নিয়েছেন। তাঁদের নাম তালিকায় ছিল না। তাই ভ্য়াকসিন কম পড়েছে।'  

আরও পড়ুন: 'চাপে পড়ে' ব্যাকগিয়ার Sourav-র, তবে Vaccine নিলেন বিধায়ক Rabindranath Chatterjee

উল্লেখ্য, দিন কয়েক রাজ্য়বাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে জেলার পুলিকর্তা ও স্বাস্থ্যকর্তাদের চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছিলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।' তখনও রাজ্য় সরকারকে 'ভ্যাকসিন চোর' কটাক্ষ করেছিল বিজেপি।

.