নিজস্ব প্রতিবেদন: নীতীশকে টেনে তুলল বিজেপি। বিহারে বড় শরিকের চেয়ে বেশি আসন পেল তারা। বিরোধী শিবিরে ঠিক উলটো দশা। কংগ্রেসের সঙ্গে থেকে ডুবতে হচ্ছে তেজস্বীর আরজেডি-কে।
৭০টি আসনে প্রার্থী দিয়ে অর্ধেকও পাচ্ছে না কংগ্রেস। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত ১টি আসন জিতেছে তারা। এগিয়ে ১৯টি আসনে।
4/5
কংগ্রেসের স্ট্রাইক রেট সবচেয়ে কম। সিপিআই (এমএল) পর্যন্ত ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টিতে এগিয়ে গিয়েছে। সিপিএম ৪টের মধ্যে ৩টিতে।
5/5
গত লোকসভা ভোটেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে লাভ হয়নি আরজেডি-র। ৪০টি আসনের মধ্যে ৩৯টিই জিতেছিল এনডিএ। মাত্র ১টি পেয়েছিল কংগ্রেস। আরজেডি শূন্য। ফলে প্রশ্ন উঠছে, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় কংগ্রেসকে কি অতিরিক্ত আসন দিয়ে ফেলেছেন তেজস্বী যাদব?