'যোগ যদি কোনও ধর্মের প্রতি হুমকি হয়, তাহলে সেই দুর্বল ধর্ম ত্যাগ করাই উচিৎ: বাবা রামদেব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের যোগ দিবস নিয়ে যতই কেন্দ্র সরকার কোমর বেঁধে নামুক না কেন, এনিয়ে বিতর্কও কিন্তু কম হচ্ছে না। এর মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের আপত্তির জেরে যোগ দিবসের সূচী থেকে বাদ গেছে সূর্য নমস্কার। এর মধ্যেই যারা সূর্য নমস্কারের বিরোধীতা করেছিলেন তাদের সমুদ্রে ডুবে মরার 'পরামর্শ' দিয়েছিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। 'পরামর্শ' দিয়েছিলেন দেশ ছাড়ারও। এবার বিতর্কের আগুন আরও খানিকটা উস্কে দিলেন যোগগুরু বাবা রামদেব। বললেন 'যদি কারোর মনে হয় যোগের মত সাধারণ বিষয়কে কারোর ধর্মের প্রতি হুমকি মনে হয়, তাহলে সেই দুর্বল ধর্ম ত্যাগ করাই উচিৎ।''

Updated By: Jun 20, 2015, 11:01 PM IST
'যোগ যদি কোনও ধর্মের প্রতি হুমকি হয়, তাহলে সেই দুর্বল ধর্ম ত্যাগ করাই উচিৎ: বাবা রামদেব

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের যোগ দিবস নিয়ে যতই কেন্দ্র সরকার কোমর বেঁধে নামুক না কেন, এনিয়ে বিতর্কও কিন্তু কম হচ্ছে না। এর মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের আপত্তির জেরে যোগ দিবসের সূচী থেকে বাদ গেছে সূর্য নমস্কার। এর মধ্যেই যারা সূর্য নমস্কারের বিরোধীতা করেছিলেন তাদের সমুদ্রে ডুবে মরার 'পরামর্শ' দিয়েছিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। 'পরামর্শ' দিয়েছিলেন দেশ ছাড়ারও। এবার বিতর্কের আগুন আরও খানিকটা উস্কে দিলেন যোগগুরু বাবা রামদেব। বললেন 'যদি কারোর মনে হয় যোগের মত সাধারণ বিষয়কে কারোর ধর্মের প্রতি হুমকি মনে হয়, তাহলে সেই দুর্বল ধর্ম ত্যাগ করাই উচিৎ।''

ঋষিকেশে একটি আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্য করে বিতর্কে জরিয়েছেন রামদেব।

এমনিতে সাম্প্রতিক সময়ে যোগব্যায়ামকে এদেশে জনপ্রিয় করে তোলার পিছনে রামদেবের ভূমিকা অনস্বীকার্য। তবে তার সঙ্গেই বিতর্কিত মন্তব্যেরও নয়া নয়া নজির গরেছেন তিনি। কখনও সমকামিতাকে সারিয়ে দেওয়ার দাবি করেছেন, কখনও বা তাঁর ওষুধ কোম্পানি নিশ্চিত করে 'পুত্র সন্তান জন্ম দেওয়ার' ওষুধ বাজারে এনেছে।  

ঋষিকেশে রামদেব দাবি করেছেন কিছু লোকের কাজই হল অন্যরকম সবকিছুরই বিরোধিতা করা। এই প্রসঙ্গে নিজের উধাহরণ টেনে তিনি বলেছেন ''আমি বহুবার এই ধরণের আক্রমণের শিকার হয়েছি। কিন্তু কখনই ভয় পেয়ে পিছিয়ে আসিনি...আমার বিবেক যেটাকে ঠিক মনে করেছে আমি তাই করে গেছি।''

 

 

 

.