Rahul Gandhi: পাকিস্তান-চিনকে এককাট্টা করেছেন আপনি, সংসদে দাঁড়িয়ে মোদীকে নিশানা রাহুলের
এদিন রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথি ছিলেন না। কারণ এই উপমহাদেশে ভারত অনেকটাই একঘরে
নিজস্ব প্রতিবেদন: বাজেটে অধিবেশনে প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় নিশানা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার দাবি, নরেন্দ্র মোদীই পাকিস্তান ও চিনকে এককাট্টা হতে সাহায্য করেছেন। জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তও রণকৌশলগত দিক থেকে বিরাট ব্যর্থতা।
কংগ্রেস নেতা বলেন, 'ভারত বর্তমানে ভরতে বাইরে হুমকির মুখে দাঁড়িয়ে। কৌশলগত দিক থেকে ভারতের উচিত ছিল পাকিস্তান ও চিনের মধ্যে বিভেদ জিইয়ে রাখা। কিন্তু আপনারা যা করেছেন তাতে দুই দেশ এককাট্টা হয়ে গিয়েছে। ভারতের জন্য এটা অত্যন্ত বিপদের।' কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপের উল্লেখ না করেও রাহুল বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্র যা করেছে তা বিরাট ভুল।
এদিকে, রাহুল গান্ধীর ওই অভিযোগের পাল্টা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী টুইট করেছেন, রাহুল গান্ধীর অভিযোগ হল এই সরকার চিন ও পাকিস্তানে এককাট্টা হতে সাহায্য করেছে। মনে হয় কিছু ইতিহাস উনি জানেন না। ১৯৬৩ সালে শাকগ্রানম উপত্যকা চিনকে হস্তান্তর করে পাকিস্তান। ১৯৭০ সালে শাকগনম উপত্যাকার উপর দিয়ে একটি হাইওয়ে তৈরি করে ফেলে। ওই বছরের পরমানু অস্ত্র তৈরিতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। ২০১৩ সালে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ শুরু হয়।
In LS, Rahul Gandhi said we couldn't get a foreign guest for Republic Day.Those who live in India know we were in the midst of a corona wave. The 5 Central Asian Presidents,who were to come,did hold a virtual summit on Jan 27. Did Rahul Gandhi miss that as well?: EAM
(File pic) pic.twitter.com/CzkgYEuB0X
— ANI (@ANI) February 2, 2022
আরও পড়ুন- গুরুতর অসুস্থ অনুব্রত;কোথায় নিয়ে গেলে হবে ভালো চিকিত্সা, পরামর্শ দিলেন শুভেন্দু
এদিন রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথি ছিলেন না। কারণ এই উপমহাদেশে ভারত অনেকটাই একঘরে। মনে রাখতে হবে নেপাল, আফগানিস্থান ও চিনের মতো দেশ ভারতকে ঘিরে রেখেছে।
রাহুলের ওই মন্তব্যেরও জবাব দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, করোনার জন্য কোনও বিদেশি অতিথি এবার আসেননি। ভারতে থাকেন তারা জানেন ভারত অতিমারীর কী অবস্থার মধ্য রয়েছে।
পাকিস্তান ও চিনের দিক থেকে বিপদের কথা মনে করিয়ে দিয়ে রাহুল এদিন আরও বলেন, চিন ও পাকিস্তান যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা স্পষ্ট। লক্ষ্য করে দেখুন কী ধরনের অস্ত্র তারা কিনছে। দেখুন তারা কীভাবে ওঠাবসা করছে। আমরা বড় কোনও ভুল করছি।