আমি হিন্দু, আমার ধর্মকর্মের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না : যোগী আদিত্যনাথ
ট্যুইটি তিনি নিজেকে ধার্মিক হিন্দু বলে পরিচয় দেন। তবে তিনি অন্য সব ধর্ম ও অন্য ধর্মের সব মানুষকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই চেনা ছন্দে ফিরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার তিনি উত্তরপ্রদেশে একাধিক নির্বাচনী জনসভা করলেন। কিন্তু তার আগে সকাল সকাল ট্যুইট করে ৭২ ঘণ্টার নীরবতা ভাঙেন তিনি। আর সেই ট্যুইটে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হিন্দুত্বই তাঁর পরিচয়।
কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগী আদিত্যনাথ। সেই সভার পর যোগীকে শাস্তি দেয় নির্বাচন কমিশন। তাঁর উপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করে। কমিশনের তরফে জানানো হয় যে ওই সময়ের মধ্যে যোগী কোনও নির্বাচনী জনসভা করতে পারবেন না। এমনকী অংশ নিতে পারবেন না কোনও রোড শো-তেও।
राष्ट्र की संवैधानिक संस्थाओं का सम्मान और लोकतांत्रिक मूल्यों का मान भाजपा की विचारधारा का अभिन्न अंग है, विगत 72 घण्टों में मैंने चुनाव आयोग के आदेश का सम्मान किया और उसे समुचित आदर दिया।
— Chowkidar Yogi Adityanath (@myogiadityanath) April 19, 2019
শুক্রবার কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই তা নিয়ে ট্যুইট করেন যোগী। লেখেন, “দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে সম্মান করা ও গণতন্ত্রের গুরুত্ব বজায় রাখা বিজেপির আদর্শের অভিন্ন অংশ। গত ৭২ ঘণ্টা ধরে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মর্যাদা বজায় রাখার চেষ্টা করেছি।”
मेरे आराध्य रामलला, बजरंग बली और महादेव जी के दर्शन को किसी भी प्रकार की राजनीति से जोड़कर नही देखा जाना चाहिए। मैं स्पष्ट करना चाहता हूँ कि आस्था का अधिकार संविधान प्रदत्त है और मुझे इस अधिकार का प्रयोग करने से कोई रोक नहीं सकता।
— Chowkidar Yogi Adityanath (@myogiadityanath) April 19, 2019
এছাড়া এদিন আরও কয়েকটি ট্যুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেই ট্যুইটগুলির একটিতে তিনি সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানান। আর অন্য একটি ট্যুইটি তিনি নিজেকে ধার্মিক হিন্দু বলে পরিচয় দেন। তবে তিনি অন্য সব ধর্ম ও অন্য ধর্মের সব মানুষকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন।
मेरे रग रग में राम,कण कण में कृष्ण, प्रत्येक शिरा में शिव और प्रत्येक धमनी में धर्म व कर्तव्य बोध निरंतर प्रवाहित होता रहता है
आज मैं फिर कहना चाहूंगा कि मेरी धार्मिक पहचान हिन्दू है,वह हिन्दू जो भारत मे रहने वाले सभी पंथों और धर्मों का सम्मान समान भाव से आदिकाल से करता आ रहा है।— Chowkidar Yogi Adityanath (@myogiadityanath) April 19, 2019
নির্বাচন কমিশনের আরোপ করা নিষেধাজ্ঞার সময়ে প্রচার না করলেও ঘরে বসে থাকেননি যোগী। বরং ঘুরেছেন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে। একাধিক মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। দলিতের বাড়িতে বসে খেয়েছেন।
সেই নিয়েও তিনি এদিন ট্যুইট করেন। যোগীর মতে, ঈশ্বরের আরাধনাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা অনুচিত। আস্থার অধিকার সংবিধান প্রদত্ত। এটা কেউ কেড়ে নিতে পারবে না।