শুরুতেই হোঁচট, আম আদমি পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে নাটকের চেহারা নিল
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো নাটকের চেহারা নিল। বিক্ষুব্ধ গোষ্ঠীর এক নেতার ডাকা সাংবাদিক বৈঠক ভণ্ডুল করে দিল কেজরিওয়ালের অনুগামীরা। শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কেজরিওয়ালের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশি সাহায্যের তহবিল নিয়ে কেজরিওয়ালের কাছে প্রশ্নের এক লম্বা তালিকা পাঠিয়েছে কেন্দ্র।
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো নাটকের চেহারা নিল। বিক্ষুব্ধ গোষ্ঠীর এক নেতার ডাকা সাংবাদিক বৈঠক ভণ্ডুল করে দিল কেজরিওয়ালের অনুগামীরা। শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কেজরিওয়ালের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশি সাহায্যের তহবিল নিয়ে কেজরিওয়ালের কাছে প্রশ্নের এক লম্বা তালিকা পাঠিয়েছে কেন্দ্র।
দলে আরও গণতন্ত্র চাই। কেন চাই তা জানাতেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকেছিলেন আম আদমি পার্টির বিক্ষুদ্ধ নেতা রাকেশ আগরওয়াল। কিন্তু সাংবাদিক বৈঠকের মাঝেই কিছু অটো রিকশা চালক হই হট্টগোল শুরু করে দেন। ভণ্ডুল হয়ে যায় সাংবাদিক বৈঠক। রাকেশ আগরওয়ালের অভিযোগ, বিক্ষোভকারীদের পাঠিয়েছেন কেজরিওয়ালই। রাকেশের মুখ বন্ধ করেও নিস্তার নেই।
ক`দিন আগেই আম আদমী পার্টিকে ২ কোটি টাকার অনুদান নিয়ে বিতর্ক উঠেছিল। কংগ্রেস, বিজেপি দু দলই কেজরিওয়ালের দলের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিল।