`খাঁচা বন্দি তোতা`-র ৫০ বছরের জন্মদিনে নীতিবার্তা অর্থমন্ত্রীর, সিবিআইকে পরিষ্কার বললেন সরকারের কাজে নাক গলিও না
প্রধানমন্ত্রীর পর এবার অর্থমন্ত্রীর নিশানায় সিবিআই। সিবিআইকে কাজের লক্ষ্মণরেখা নিয়ে সতর্ক করলেন অর্থমন্ত্রী। সরকারের নীতির সমালোচনা নয়, তদন্তই যে সিবিআইয়ের প্রধান কাজ তা স্মরণ করিয়ে দিলেন পি চিদম্বরম। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সিবিআইকে নিশানা করায় সরকারকে তোপ দেগেছে বিজেপি। বিজেপির দাবি, সিবিআইয়ের কাজে সরকারের নাক না গলানোই উচিত। চিদম্বরমের আরও বললেন, সিবিআই খাঁচাবন্দি তোতা বা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন নয়৷
প্রধানমন্ত্রীর পর এবার অর্থমন্ত্রীর নিশানায় সিবিআই। সিবিআইকে কাজের লক্ষ্মণরেখা নিয়ে সতর্ক করলেন অর্থমন্ত্রী। সরকারের নীতির সমালোচনা নয়, তদন্তই যে সিবিআইয়ের প্রধান কাজ তা স্মরণ করিয়ে দিলেন পি চিদম্বরম। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সিবিআইকে নিশানা করায় সরকারকে তোপ দেগেছে বিজেপি। বিজেপির দাবি, সিবিআইয়ের কাজে সরকারের নাক না গলানোই উচিত। চিদম্বরমের আরও বললেন, সিবিআই খাঁচাবন্দি তোতা বা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন নয়৷
কখনও আদালতে, কখনও আদালতের বাইরে সিবিআই নিয়ে সম্প্রতি বারবার নাস্তানুবাদ হয়েছে সরকার। দীর্ঘদিন চুপ থাকার পর সোমবার মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সিবিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন্তব্যকে সামনে রেখে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। কয়লা কেলেঙ্কারি মামলায় সিবিআইকে খাঁচার তোতা বলেছিল সুপ্রিমকোর্টও। শুধু আদালতে নয়, আদালতের বাইরেও নানা সমালোচনা হজম করতে হয়েছে কেন্দ্রকে। মঙ্গলবার তার জবাব দিলেন পি চিদম্বরম।
প্রধানমন্ত্রীর দেখানো পথে অর্থমন্ত্রী নিশানা করলেন সিবিআইকেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে স্মরণ করিয়ে দিলেন, সিবিআইয়ের কাজের গণ্ডি। প্রথমে প্রধানমন্ত্রী, তারপর অর্থমন্ত্রী যেভাবে সিবিআইকে নিয়ে ময়দানে নেমেছেন তা ভালোভাবে নিতে নারাজ বিজেপি। কেন্দ্রের বিরুদ্ধে তারা পাল্টা তোপ দেগেছে। কেন্দ্রকে ছেড়ে কথা বলেননি সিবিআই ডিরেক্টর রণজিত সিনহাও। আমলাতান্ত্রিক ঢঙেই তাঁর পাল্টা জবাব, যাঁরা নীতি নির্ধারণ করেন তাঁদেরও সতর্ক হওয়া উচিত যাতে কোনও অনিয়ম না হয়।