হাসপাতাল বদল করেও জেলযাত্রা এড়াতে পারলেন না ইয়েদুরাপ্পা

হৃদযন্ত্রে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু রয়েছে নাকি 'অন্য' সমস্যা। চিকিত্‍সকদের একাংশ আবার ইঙ্গিত দিয়েছিলেন দূরারোগ্য পারকিনসন্স রোগ বাসা বেঁধেছে তাঁর মস্তিষ্কে।

Updated By: Oct 19, 2011, 08:42 AM IST

হৃদযন্ত্রে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু রয়েছে নাকি 'অন্য' সমস্যা। চিকিত্‍সকদের একাংশ আবার ইঙ্গিত দিয়েছিলেন দূরারোগ্য পারকিনসন্স রোগ বাসা বেঁধেছে তাঁর মস্তিষ্কে। আর সেই কারণেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়ার তত্ত্বাবধানে বোঙ্গালুরুর জয়দেব হাসপাতাল থেকে ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল বিএস ইয়েদ্দুরাপ্পাকে। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার সকালে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ 'রিলিজ অর্ডার' জারি করার পরই ফের জেলে যেতে হল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
গতকালই জমি কেলেঙ্কারিতে ধৃত ইয়েদ্দুরাপ্পায় অন্তর্বর্তী জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। গত ১৫ অক্টোবর ইয়েদ্দুরাপ্পার সাতদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল লোকায়ুক্ত আদালত। জমি কেলেঙ্কারিতে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর শনিবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিচারক এন কে সুধীন্দ্র রাও জামিনের আবেদন খারিজ করে দিয়ে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ২২ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলে যাওয়ার কিছু পরেই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। রবিবার সকালে তাঁকে জয়দেব হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল জয়দেব হাসপাতাল থেকে ইয়েদ্দুরাপ্পাকে ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তরে কোনও আপত্তি জানায়নি জেল কর্তৃপক্ষ।

.