বিজেপি ছাড়লেন মোদী বিরোধী যশবন্ত সিনহা
অটলবিহারী বাজপেয়ীর জমানায় ১৯৯৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন যশবন্ত সিনহা।
নিজস্ব প্রতিবেদন: মোদী-শাহ জমানায় দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন। শেষপর্যন্ত শনিবার বিজেপি ছাড়ার ঘোষণা করলেন বাজপায়ী সরকারের বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। তাঁর কথায়, ''দলের অবস্থা দেখেই এই সিদ্ধান্ত নিলাম। সবাই দেখেছে কীভাবে সংসদ চলেছে। সংসদের সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে সব থেকে কম সময় কাজ হয়েছে। এত কম সময় কাজ আগে কখনো হয়নি।'
শনিবার বিহারের পটনায় নিজের সংগঠন রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে যশবন্ত সিনহা ঘোষণা করেন, ''বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। সব ধরণের রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি আমি।'' ওই সভায় ছিলেন কংগ্রেস, আরজেডি-র নেতৃত্ব এবং বিদ্রোহী বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা।
২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দলে জায়গা হারান যশবন্ত সিনহা, আডবাণীরা। যশবন্তের ছেলে জয়ন্ত সিনহা অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী। অটলবিহারী বাজপেয়ীর জমানায় ১৯৯৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন যশবন্ত সিনহা। দলে কোণঠাসার হওয়ার পর বিভিন্ন সময়ে মোদীর প্রতি বিষোদগার করেছেন যশবন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন। আবার বিজেপি সাংসদদের খোলা চিঠি দিয়ে দুষেছিলেন মোদী-শাহকে। দিন কয়েক আগেও যশবন্ত বলেছিলেন, ''আমি কেন দল ছাড়ব? ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছি আমরা। দলকে রক্ত, ঘাম দিয়ে এই জায়গায় এনেছি।''
আরও পড়ুন- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজা, অর্ডিন্যান্সে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার