নিখোঁজ বায়ুসেনা বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার চিন সীমান্ত থেকে
অসমের তেজপুর এয়ারবেস থেকে ওড়ার পর নিখোঁজ হয়ে যাওয়া সুখয়-৩০ প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হল চিন সীমান্ত থেকে। আজ সকালে অরুণাচল প্রদেশের দৌলাসাং এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় ধ্বংসাবশেষটি।
ওয়েব ডেস্ক : অসমের তেজপুর এয়ারবেস থেকে ওড়ার পর নিখোঁজ হয়ে যাওয়া সুখয়-৩০ প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হল চিন সীমান্ত থেকে। আজ সকালে অরুণাচল প্রদেশের দৌলাসাং এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় ধ্বংসাবশেষটি।
গত ২৩ মে দু'জন পাইলটকে নিয়ে বিমানটি অসমের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে মহড়া দেওয়ার জন্য আকাশে ওড়ে। ঘণ্টা দেড়েকের মধ্যে ATC সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের। তারপর থেকেই নিখোঁজ ছিল বিমানটি।
বায়ুসেনার পক্ষ থেকে শুরু হয় খোঁজ। অবশেষে তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অরুণাচল প্রদেশের দৌলাসাং এলাকা থেকে উদ্ধার করা হয় বিমানের ধ্বংসাবশেষ। তবে, এখনও দুই পাইলটের কোনও খোঁজ মেলেনি। তল্লাসি এখনও চলছে।
আরও পড়ুন- বিহারে চলন্ত বাসে আগুন লেগে মৃত ৮