বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ লাদাখে
লে-লাদাখ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্বের কাছে পরিচিতি দুর্গম জায়গা বলেও। প্রচণ্ড ঠান্ডায় বছরের বেশিরভাগ সময়ই বরফ ঢাকা থাকে। সেখানেই বসতে চলেছে পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ।
Updated By: May 2, 2016, 05:09 PM IST
ওয়েব ডেস্ক : লে-লাদাখ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্বের কাছে পরিচিতি দুর্গম জায়গা বলেও। প্রচণ্ড ঠান্ডায় বছরের বেশিরভাগ সময়ই বরফ ঢাকা থাকে। সেখানেই বসতে চলেছে পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ।
টেলিস্কোপটির ব্যাস হবে ৩০ মিটার। কথা ছিল হাওয়াইতে বসানো হবে এই থার্টি মিটার টেলিস্কোপ (TMT)। কিন্তু, শেষমেশ কপাল খুলতে চলেছে লাদাখের। স্বভাবতই টেলিস্কোপ বসানো হলে লাদাখের পর্যটন ব্যবস্থাও আরও উন্নত হবে বলে আশা। এই টেলিস্কোপ মহাবিশ্বের অনেক আজানা তথ্য সামনে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই প্রোজেক্টে ১০ শতাংশ পার্টনারশিপ রয়েছে ভারতের।