UP Rape Case: নৃশংস গণধর্ষণের পর খুন তরুণী, যোগীরাজ্যে ফের নরক গুলজার...

UP Rape Case: অটোপ্সি রিপোর্টে জানা গিয়েছে মৃত্যুর আগে ধর্ষণের শিকার হন ওই তরুণী। দেহে মিলেছে একাধিক ক্ষত ও আঘাতের চিহ্নও। মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল তাঁর। ওই আঘাতের ফলে ও শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে ওই তরুণীর।

Updated By: Apr 18, 2023, 07:05 PM IST
UP Rape Case: নৃশংস গণধর্ষণের পর খুন তরুণী, যোগীরাজ্যে ফের নরক গুলজার...

শতরূপা কর্মকার: ফের এক নারকীয় ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশ। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে বেশকিছুদিন ধরেই বিতর্কের মুখে পড়েছে যোগীরাজ্য। পুলিসের সামনেই গুলি করে খুন করা হয় আতিফ ও আতিককে। নারকীয় গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল দলিত তরুণীকে। হাথরাস ও উন্নাওয়ের ঘটনা সাড়া ফেলে দিয়েছিল দেশ জুড়ে। আর এখন সেই তালিকায় নাম লেখাল ফতেহপুর। ফের নারকীয় গণধর্ষণ ও হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। উত্তরপ্রদেশের ফতেহপুরে অর্ধনগ্ন এক তরুণীর দেহ মাঝরাস্তায় ফেলে গিয়েছিল কিছু দুষ্কৃতী। বুধবার ১২ এপ্রিল, ফতেহপুরের বাবা কুটি এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীর অর্ধনগ্ন দেহ দেখতে পান। পরে পুলিস তাঁর দেহ উদ্ধার করে অটোপ্সির জন্য পাঠায়। অজ্ঞাত পরিচয় ওই তরুণীর মৃত্যুতে মামলা রুজু করে পুলিস।

তাঁর অটোপ্সি রিপোর্টে জানা গিয়েছে মৃত্যুর আগে ধর্ষণের শিকার হন ওই তরুণী। দেহে মিলেছে একাধিক ক্ষত ও আঘাতের চিহ্নও। অটোপ্সি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল তাঁর। ওই আঘাতের ফলে ও শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে ওই তরুণীর।

আরও পড়ুন: UP Shotout: ফের শ্যুটআউট! এবার দিনেদুপুরে রাস্তায় কলেজছাত্রীকে গুলি করে খুন...

শুধু তাই নয়, মাথার গুরুতর আঘাত ছাড়াও সারা দেহে মোট বারোটি গুরুতর আঘাত ছিল বলেও জানিয়েছে পুলিস। মাথায় চোটের সঙ্গে মুখে, গলায়, বক্ষদেশে ও গোপনাঙ্গে সেই চিহ্ন পাওয়া গিয়েছে। অটোপ্সি রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন ছাড়াও ওই তরুণীর সারা দেহে কামড়, আঁচড় ও সিগারেটের ছ্যাঁকার পোড়া দাগ পাওয়া গিয়েছে।

তরুণীর কোনও পরিচয় না মেলায় পুলিস তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর খোঁজ চালাতে শুরু করে। ফতেহপুরের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করলে জানিয়েছেন, ১১ এপ্রিল রাতে একটি কালো রঙের গাড়ি কে বাবা কুটি-র সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা। কিছুক্ষণ পরে তা চলেও যায়। যদিও গাড়িতে কোনও অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেননি তাঁরা। পরে ফতেহপুরের পাশের এলাকাগুলিতেও খোঁজ শুরু করে তারা। এখনও পর্যন্ত ফতেহপুরের পাশের তিনটি জেলা বান্দা,হামিরপুর ও কানপুর দেহাতে খোঁজ খবর চালায় পুলিস। ওই এলাকাগুলিতে বিগত কিছু দিনের মধ্যে কোনও তরুণী নিখোঁজ হয়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিস। 

আরও পড়ুন: Gangstar Atiq Murder: মৃত্যুর আগে দেশের ২ বিশিষ্টজনকে চিঠি লেখে গ্য়াংস্টার আতিক, তাঁদের কাছে পাঠানো হচ্ছে সিল করা সেই খাম

সম্প্রতি আরও এক বছর বিশের তরুণীকে থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে গুলি করে খুন করে দুষ্কৃতীরা! উত্তরপ্রদেশের জালাউন জেলার বাসিন্দা রোশনি আহিরওয়ার স্থানীয় একটি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ১১ টায় বাড়ি ফেরার সময় বাইকে করে এসে পথ আটকে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.