ঝাড়খণ্ডে মহিলা পুলিস কনস্টেবলকে `গণধর্ষণ` ডাকাতদের

মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণের পর এ বার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে খোদ মহিলা পুলিশকর্মীকেই গণধর্ষণের অভিযোগ উঠল একদল ডাকাতের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে এক আত্মীয়ের দেহ নিয়ে লাতেহারের ওই মহিলা কনস্টেবল রাঁচি থেকে গাড়ওয়া যাচ্ছিলেন৷

Updated By: Aug 24, 2013, 05:38 PM IST

মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণের পর এ বার নারী সুরক্ষা বেআব্রু ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে খোদ মহিলা পুলিশকর্মীকেই গণধর্ষণের অভিযোগ উঠল একদল ডাকাতের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে এক আত্মীয়ের দেহ নিয়ে লাতেহারের ওই মহিলা কনস্টেবল রাঁচি থেকে গাড়ওয়া যাচ্ছিলেন৷
রাত দুটো নাগাদ জাগালদাগায় ৭৫ নম্বর জাতীয় সড়কের ওপর একদল দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকায়৷ অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে মহিলা পুলিশ কর্মীকে ধর্ষণ করে ৩ দুষ্কৃতী৷ আরও কয়েকটি গাড়িতে দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলেও অভিযোগ৷

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে মাওবাদী হামলায় মৃত্যু হয় নির্যাতিতা ওই মহিলার স্বামীর৷ এরপরই কনস্টেবল পদে যোগ দেন তিনি৷ লাতেহারের পুলিশ সুপার মাইকেল এস রাজ জানিয়েছেন, শুক্রবার থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে৷ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস৷

.