অমর সিংকে ছাড় দেওয়া লজ্জাজনক: কেজরিওয়াল

সদ্য রাজনীতিতে পা রাখা সমাজকর্মী অরবিন্দ কেজরিওয়াল শনিবার প্রশ্ন তোলেন সমাজবাদী নেতা মুলায়েম সিংয়ের বিরুদ্ধে। অমর সিংয়ের বিরুদ্ধে ওঠা অর্থ তছরুপের মামলা প্রত্যাহার করায় মুলায়েমকেও দোষী সাব্যস্ত করেছেন কেজরিওয়াল।

Updated By: Nov 3, 2012, 11:18 AM IST

সদ্য রাজনীতিতে পা রাখা সমাজকর্মী অরবিন্দ কেজরিওয়াল শনিবার প্রশ্ন তোলেন সমাজবাদী নেতা মুলায়েম সিংয়ের বিরুদ্ধে। অমর সিংয়ের বিরুদ্ধে ওঠা অর্থ তছরুপের মামলা প্রত্যাহার করায় মুলায়েমকেও দোষী সাব্যস্ত করেছেন কেজরিওয়াল।
টুইটারে কেজরিওয়াল অভিযোগ শানান, "অমর সিংয়ের বিরুদ্ধে অর্থ তছরুরের মামলা প্রত্যাহার? লজ্জা জনক।" এই বিষয়ে দেশের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, মুলায়েম এবার কংগ্রেস নেতা তথা বিদেশমন্ত্রী সলমন খুরশিদের বিরুদ্ধে চলা মমলাও প্রত্যাহার করে নেবেন। তার প্রত্যুত্তরে কংগ্রেসও মুলায়েম সিংয়ের বিরুদ্ধে চলা সমস্ত দূর্নীতির অভিযোগ খারিজ করতে পিছ পা হবে না বলে মত কেজরিওয়ালের।
ইন্ডিয়া এগেনস্ট কোরাপশনের সমর্থক অরবিন্দ আরও বলেন, "ভারতের বর্তমান রাজনীতি থেকে আর কিছুই আশা করার নেই। এখন থেকে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।" সেইসঙ্গে কেজরিওয়ালের এও দাবি, তাঁরা একে একে দুর্নীতিগুলি সামনে আনার পর, বহু মানুষ তাঁদের অনেক নতুন তথ্য পাঠাতে শুরু করেছেন।

.