‘ন্যায়বিচার পেলেই দেশে ফিরব’: জাকির নাইক

দেশে ফেরার কোনও পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নাইক। বর্তমানে তিনি রয়েছেন মালয়েশিয়ায়।

Updated By: Jul 4, 2018, 04:54 PM IST
‘ন্যায়বিচার পেলেই দেশে ফিরব’: জাকির নাইক

নিজস্ব প্রতিবেদন: দেশে ফেরার কোনও পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নাইক। বর্তমানে তিনি রয়েছেন মালয়েশিয়ায়।

বুধবার সংবাদ মাধ্যমে খবর রটে ‌যায় দেশের ফেরানো হচ্ছে জাকির নাইককে। তার পরই ওই বিবৃতি দেন জাকির নাইক। তিনি বলেন, ‘‌যতক্ষণ না মনে হচ্ছে দেশের পক্ষপাতহীন বিচার হবে ততদিন দেশে ফিরছি না। তবে ‌যখন মনে হবে সরকার আমার প্রতি ন্যায়বিচার করবে তথন নিশ্চয় ফিরব।’

আরও পড়ুন-বৌদির সঙ্গে স্বামীর উদ্যম যৌনতায় বাধ সেধেছিলেন স্ত্রী! প্রাণ গেল শিশুর

উল্লেখ্য, সাম্প্রদায়িক উত্তেজক বক্তৃতা ও সন্ত্রাসে উ‌ৎসাহ দেওয়ার অভি‌যোগ রয়েছে জাকির নাইকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে হাওলায় টাকা লেনদেনও অভি‌যোগ রয়েছে। বর্তমানে তিনি মালেয়েশিয়ার পুত্রজায়ায় রয়েছে। মালয়েশিয়া সরকার তাঁকে নাগরিকত্ব দিয়েছে।

আরও পড়ুন-যুবতীর ব্রেস্ট টিউমারের চিকিত্সা করতে গিয়েই হল ‘ডাক্তার’-এর পর্দাফাঁস

এদিকে, জাকির নাইকের ফেরার খবর অস্বীকার করা হয়েছে এনআইএর পক্ষ থেকেও। গোয়েন্দা সংস্থার পক্ষে মুখপাত্র অলোক মিত্তল সংবাদ মাধ্যমে জনিয়েছেন, ‘এরকম কোনও খবর নেই। খবরের সত্যতা ‌যাচাই করে দেখা হচ্ছে।’

.