'হেভিওয়েট' সুদীপ গ্রেফতার, জাতীয় রাজনীতিতে তৃণমূলের ফেসলস

কুণাল ঘোষ, মদন মিত্র, তাপস পালদের দলে ঢুকে পড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এযাবত্‍কালে সবচেয়ে হেভিওয়েট নাম। কলকাতা সহ উত্তর-পূর্ব ভারতে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্পও ফেল, প্রভাব ফেলতে। রাজ্য কাঁপছে, সুদীপ গ্রেফতারির খবরে। এই গ্রেফতারির গুরুত্বও, দলের বাকিদের চেয়ে ধারেভারে অনেক বেশি। সবচেয়ে বেশি প্রভাব, তৃণমূলের জাতীয় রাজনীতিতে।    

Updated By: Jan 4, 2017, 09:35 AM IST
'হেভিওয়েট' সুদীপ গ্রেফতার, জাতীয় রাজনীতিতে তৃণমূলের ফেসলস

ওয়েব ডেস্ক: কুণাল ঘোষ, মদন মিত্র, তাপস পালদের দলে ঢুকে পড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এযাবত্‍কালে সবচেয়ে হেভিওয়েট নাম। কলকাতা সহ উত্তর-পূর্ব ভারতে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্পও ফেল, প্রভাব ফেলতে। রাজ্য কাঁপছে, সুদীপ গ্রেফতারির খবরে। এই গ্রেফতারির গুরুত্বও, দলের বাকিদের চেয়ে ধারেভারে অনেক বেশি। সবচেয়ে বেশি প্রভাব, তৃণমূলের জাতীয় রাজনীতিতে।    

 

জাতীয় রাজনীতিতে দলের মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত রাইট হ্যান্ড ম্যান। বহু যুদ্ধের সৈনিক। তিনিও এবার গরাদের ওপারে। 

 

রাহুল গান্ধীর পাশেই সুদীপ। নোট আন্দোলনে, এই সেদিনও তিনি ছিলেন ফ্রন্টসিটে। যেখানে আন্দোলন, সেখানেই তিনি। দলের মুখ হয়ে, সুর সরিয়েছেন বারবার। জাতীয় রাজনীতিতে হেভিওয়েট এই তৃণমূল নেতার গুরুত্বই আলাদা। জানেন দলনেত্রীও। 

 

সুদীপ কে? আরও পড়ুন- তাপস পালের পর গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়

 

নিছক শুধু সাংসদ তো নন, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুখ হিসেবে পরিচিতি তাঁর। একসময়ে তৃণমূলের চিফ হুইপও ছিলেন সুদীপ। ইউপিএ জমানায় তৃণমূল যখন কেন্দ্রে শরিক দল, তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতি ছেড়ে রাজ্য রাজনীতিতে মনোনিবেশ করার পর, তাঁর ব্যাটন মূলত ধরিয়ে দেন বিশ্বস্ত সুদীপকেই। এবার সিবিআইয়ের হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির মানে, জাতীয় রাজনীতিতে তৃণমূলের ফেসলস। 

 

ফলে সুদীপের হাতে হাতকড়া পড়ায়, রাজ্য তৃণমূলের চেয়েও, জাতীয় স্তরে বড় ধাক্কা খেল দল। পোড়খাওয়া এই তৃণমূল সাংসদকে, নোট-আন্দোলনে দলের প্রথম সারির মুখ করে ঘুঁটি সাজান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গ্রেফতারিতে স্বভাবতই উল্টে গেল পাশার দান। অতীতে কুণাল ঘোষ, মদন মিত্রই হোক বা হালে তাপস পালের গ্রেফতারি। সবাইকে ছাপিয়ে গেলেন সুদীপ। গুরুত্বের ধারে-ভারে। আফটার এফেক্টও তাই আরও তীব্র। বিড়ম্বনায় দল। 

.