তেলেঙ্গানা জন্মের কৃতিত্ব দখলে দড়ি টানাটানি কংগ্রেস, বিজেপির মধ্যে
তেলঙ্গানা রাজ্য গঠনের কৃতিত্ব কার তাই নিয়েই শুরু হল দড়ি টানাটানি। কৃতিত্বের দাবিদার কংগ্রেস-বিজেপি দুদলই। হিমঘরে চলে যাওয়া বিল পাস করানোর পুরো কৃতিত্বই নিতে চায় কংগ্রেস। বিজেপির দাবি তাদের চাপেই রাজ্য পুনর্গঠন বিল পাস করতে হয়েছে সরকারকে। রাজ্য ভাগের বিরোধিতায় সরব সীমান্ধ্রকে সামাল দেওয়াই এখন কংগ্রেসের বড় চ্যালেঞ্জ। প্যাকেজ ঘোষণা হলেও তাতে মোটেই খুশি নয় সীমান্ধ্র।
তেলঙ্গানা রাজ্য গঠনের কৃতিত্ব কার তাই নিয়েই শুরু হল দড়ি টানাটানি। কৃতিত্বের দাবিদার কংগ্রেস-বিজেপি দুদলই। হিমঘরে চলে যাওয়া বিল পাস করানোর পুরো কৃতিত্বই নিতে চায় কংগ্রেস। বিজেপির দাবি তাদের চাপেই রাজ্য পুনর্গঠন বিল পাস করতে হয়েছে সরকারকে। রাজ্য ভাগের বিরোধিতায় সরব সীমান্ধ্রকে সামাল দেওয়াই এখন কংগ্রেসের বড় চ্যালেঞ্জ। প্যাকেজ ঘোষণা হলেও তাতে মোটেই খুশি নয় সীমান্ধ্র।
লোকসভা, রাজ্যসভায় প্রবল বিরোধিতার মধ্য দিয়েই পাস হয়েছে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল দুহাজার চোদ্দ। তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে এই বিল সংসদের গণ্ডি পেরোতেই কৃতিত্ব নিতে নেমে পড়েছে বিজেপি।
বিজেপি যাতে রাজ্যগঠনের কৃতিত্বের ভাগিদার না হতে পরে তানিয়ে সতর্ক কংগ্রেস। তেলঙ্গানা রাজ্য গঠন শুধু নয়, সীমান্ধ্রের স্বার্থ যাতে অক্ষুন্ন থাকে সেদিকে নজর দিয়েছে সরকার।
লোকসভা নির্বাচন আসন্ন। তেলঙ্গানা গঠন করে সতেরটি আসনে জয় নিশ্চিত করতে পারলেও অন্ধ্রের বাকি অংশ ভাবাচ্ছে কংগ্রেসকে। সীমান্ধ্র ও রায়লসীমায় রাজ্য গঠন নিয়ে ক্ষোভের আঁচ এতটুকুও কমেনি। শুক্রবার সীমান্ধ্রে বনধ পালিত হয়েছে।
রাজধানী হায়দরাবাদ নিয়েও সীমান্ধ্র ও তেলঙ্গানার দড়ি টানাটানি চলছেই। দশ বছরের জন্য হায়দরাবাদকে দুই রাজ্যের রাজধানী ঘোষণা হলেও তা মানতে নারাজ বিক্ষুব্ধদের একটা বড় অংশ। একাংশ আবার নতুন রাজধানী চাইছে। কংগ্রেস বিরোধী এই হাওয়ায় লোকসভা ভোটে সীমান্ধ্র ও রায়লসীমায় দলের খারাপ ফল হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস নেতা হনুমম্ত রাও অবশ্য ভাল ফলের ব্যাপারে আশাবাদী।
মুখে স্বীকার না করলেও রাজ্যভাগের বিরোধিতা সামাল দেওয়ার কাজটা যে বেশ কঠিন তা বুঝতে পারছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। নতুন দল গঠন করে কংগ্রেসের উপর চাপ আরও বাড়াতে পারেন পদত্যাগী মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। লোকসভা ভোটের মুখে অন্ধ্র তাই দলের নেতাদের অন্যতম মাথাব্যথা।