এটিএম থেকে জাল নোট পেলে কী করতে হবে?

Updated By: Sep 1, 2017, 09:17 PM IST
এটিএম থেকে জাল নোট পেলে কী করতে হবে?

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের পিছনে অন্যতম কারণ ছিল জাল নোট। আরবিআই ইতিমধ্যেই জাল নোটের মোকবিলায় ব্যাঙ্কগুলিকে নির্দেশিকা দিয়েছে। ব্যাঙ্কের নজরে জাল নোট এলেই তা বাজেয়াপ্ত করত হবে।  এটিএম থেকেও ‌যাতে জাল ছড়িয়ে না পড়ে তা নিয়েও কড়া নির্দেশ রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। এটিএম-এ টাকা ভরার আগে তা নিশ্চিত করতে হবে ব্যাঙ্ককে। তা সত্ত্বেও ‌যদি এটিএম-এ জাল নোট পান, তাহলে কী করবেন? 

এটিএম থেকে জাল নোট পেলে বিশেষ কিছু করার নেই। গ্রাহক ‌যে জাল নোট ফেরত দিয়ে ব্যাঙ্ক থেকে নতুন নোট পাবেন, এমন কোনও নির্দেশিকা নেই।তবে এটিএম-এ জাল নোট পেলে, তা উঁচু করে তুলে ধরুন। এতে সিসিটিভিতে ছবিটি ধরা পড়বে। এটিএম-এর রক্ষীর কাছে অভি‌‌যোগ দায়ের করুন। একইভাবে ব্যাঙ্কেও অভি‌যোগ করতে হবে গ্রাহককে। টাকা তোলার রিসিপ্ট নিজের কাছে রেখে দিন। তদন্ত হলে প্রমাণ হিসেবে কাজে লাগবে। এতে আপনি টাকা ফেরত পেতে পেতে পারেন।

জাল নোটের ব্যাপারে সচেতন হন। এধরনের নোট পেলে তা অন্য কাউকে গছিয়ে দেবেন না। ধরা পড়লে শাস্তি হতে পারে। 

আরও পড়ুন, জাল নোটের বিরুদ্ধে লড়াইয়ে কী হাল হল মোদীর?

.