TMCর অভিযোগে পেট্রোল পাম্প থেকে Modiর ছবি সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের
তাই হোর্ডিং থেকে মোদীর মুখ সরানো অবিলম্বে দরকার। রাজনৈতিক মহল বলছে, এই নির্দেশে খানিক মুখ পুড়ল রাজ্যের গেরুয়া শিবিরের।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের আপত্তিতে সরছে মোদীর ছবি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত পেট্রল পাম্প থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে ওই ছবি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলে চিঠি নিয়ে কমিশনের দ্বারস্থ হয় ঘাসফুল শিবির। তারপরই এদিন ছবি সরানোর নির্দেশ কমিশনের।
আরও পড়ুন: 'নন্দীগ্রামে আমি Mamata-কে সরাসরি হারাব', ফের হুঙ্কার Suvendu-র
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে পেট্রল পাম্পে বিজ্ঞাপন আদর্শ আচরণ বিধি বিরোধী লঙ্ঘন করছে। কারণ অনেকেই দাবি তুলেছেন, প্রধানমন্ত্রী শুধু লোকসভা নয় বিভিন্ন রাজ্যের নির্বাচনের প্রচারের অংশ। তাই হোর্ডিং থেকে মোদীর মুখ সরানো অবিলম্বে দরকার। রাজনৈতিক মহল বলছে, এই নির্দেশে খানিক মুখ পুড়ল রাজ্যের গেরুয়া শিবিরের।