দিল্লিতে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনার জল! জরুরি বৈঠকে কেজরীওয়াল
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাথনীকুন্ড বাঁধ থেকে ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনায়।
নিজস্ব প্রতিবেদন: দিন কয়েকের ভারী বৃষ্টিতে যমুনার জলস্তর আচমকা বেড়ে গিয়েছে অনেকটাই। তার উপর যমুনানগর জেলার হাথনীকুন্ড বাঁধ থেকে জল ছাড়ায় যমুনার জল এখন বিপদসীমার উপর দিয়েই বইছে। ফলে বন্যা সতর্কতা জারি হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের বেশ কিছু জায়গায়।
Delhi: Water level of Yamuna River recorded at 204.70 meters today (the warning level is at 204.50 meters), after more than 8 lakh cusecs of water released from Hathni Kund barrage. Delhi Govt has issued orders for evacuation, Civil Defence volunteers have been deployed. pic.twitter.com/wLhJtdxQjy
— ANI (@ANI) August 19, 2019
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাথনীকুন্ড বাঁধ থেকে ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনায়। বন্যার আশঙ্কায় ইতিমধ্যেই যমুনা নদী সংলগ্ন এলাকায় অপেক্ষাকৃত নীচু জমিতে যাঁরা বসবাস করেন তাঁদের অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে দিল্লি সরকার। পরিস্থিতির মোকাবিলায় সোমবারই জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
Delhi Government has called for an emergency meeting of concerned officials in wake of the rising water level in the national capital. Delhi CM Arvind Kejriwal will chair the meeting. (File pic) pic.twitter.com/XxsnTbNbrP
— ANI (@ANI) August 19, 2019
আরও পড়ুন: ছাত্রাবাসের ঘর থেকে মহিলা সাফাইকর্মীকে চেনে হিঁচড়ে রাস্তায় ফেলল হোস্টেল সুপারের স্বামী!
এই মুহূর্তে উত্তর ভারতের আবহাওয়ার পরিস্থিতির উন্নতির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় যমুনার জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।