প্রকাশ মুম্বইয়ের চার্চগেট স্টেশনে ট্রেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
মুম্বইয়ের চার্চগেট স্টেশনে ট্রেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেল। গতকাল ভায়েন্দার থেকে চার্চগেট পৌছনোর পর ঠিক সময়ে লোকাল ট্রেনটিকে থামাতে পারেননি মোটরম্যান। তিন নম্বর প্ল্যাটফর্মের শেষে ধাক্কা মারে ট্রেনটি। উপরে হাওয়ায় ঝুলতে থাকে সামনের কামরা। বেরিয়ে আসে যন্ত্রপাতি। আহত হন পাঁচজন যাত্রী। এরপরেই ঘটনার তদন্তের নির্দেশ দেয় পশ্চিম রেল।
ব্যুরো: মুম্বইয়ের চার্চগেট স্টেশনে ট্রেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেল। গতকাল ভায়েন্দার থেকে চার্চগেট পৌছনোর পর ঠিক সময়ে লোকাল ট্রেনটিকে থামাতে পারেননি মোটরম্যান। তিন নম্বর প্ল্যাটফর্মের শেষে ধাক্কা মারে ট্রেনটি। উপরে হাওয়ায় ঝুলতে থাকে সামনের কামরা। বেরিয়ে আসে যন্ত্রপাতি। আহত হন পাঁচজন যাত্রী। এরপরেই ঘটনার তদন্তের নির্দেশ দেয় পশ্চিম রেল।
সাসপেন্ড করা হয় মোটরম্যান এল এস তিওয়ারি এবং গার্ড অজয় গোহিলকে। ট্রেনটির লোকো ইন্সপেক্টর এম জি ভার্মাকেও সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভুও।
Ordered enquiry into freak accident at Churchgate. All lapses of any kind responsibility will be fixed, action will be taken.
— Suresh Prabhu (@sureshpprabhu) June 29, 2015