চপার দূর্নীতিতে সিবিআই তদন্তেও অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান

ভিভিআইপি হেলিকপ্টার দূর্নীতিতে সিবিআই-এর প্রাথমিক তদন্তে অভিযুক্ত হিসাবে প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগির নাম উঠে এল। প্রসঙ্গত, ২০০০ সালে প্রাক্তন অ্যাডমিরল সুশীল কুমারের পর এই পর্যায়ের একজন প্রাক্তন উচ্চপদস্থ সরকারি আধিকারিক সিবিআই-এর তদন্তে দুর্নীতিতে অভিযুক্ত চিহ্নিত হলেন।

Updated By: Feb 25, 2013, 10:00 PM IST

ভিভিআইপি হেলিকপ্টার দূর্নীতিতে সিবিআই-এর প্রাথমিক তদন্তে অভিযুক্ত হিসাবে প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগির নাম উঠে এল। প্রসঙ্গত, ২০০০ সালে প্রাক্তন অ্যাডমিরল সুশীল কুমারের পর এই পর্যায়ের একজন প্রাক্তন উচ্চপদস্থ সরকারি আধিকারিক সিবিআই-এর তদন্তে দুর্নীতিতে অভিযুক্ত চিহ্নিত হলেন।
সিবিআই সূত্রে জানা গেছে ত্যাগীর সঙ্গেই প্রাথমিক তদন্তে আরও দশজন এবং চারটি সংস্থাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে সিবিআই। অভিযুক্ত দশজনের মধ্যে প্রাক্তন বায়ুসেনা প্রধানের তিন তুতো ভাই বোনে জুলি, ডোকসা ও সন্দীপেরও নামও আছে।
সূত্রে খবর সন্দেহভাজন ইউরোপীয় মিডলম্যান কার্লো গারোসা, ক্রিশ্চিয়ান মিশেল এবং গুইডো হ্যাসখের সঙ্গেই আইনজীবি গৌতম খৌতান, অগাস্তাওয়েস্টল্যান্ড প্রাক্তন সিইও ব্রুনো স্প্যাগনোল্লিনি, এরোম্যাট্রিক্স-এর প্রাক্তন সিইও প্রবীণ বক্সী, প্রাক্তন ফিনমেকানিকা চেয়ারম্যান গিউসেপ্পে ওরসির নামও আছে সিবিআই-এর তালিকায়।

.