Viral Video: সীমান্তে সিধুর গান বাজাল পাকিস্তান, নেচে উঠলেন ভারতীয় জওয়ানরা
সোশ্যাল মিডিয়ায় ৩ লক্ষেরও উপর শেয়ার হয়েছে ভিডিয়োটি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি পঞ্জাবে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলিতে খুন হন গায়ক সিধু মুসেওয়ালা। শোকে ভেঙে পড়েন লক্ষ লক্ষ ভক্ত। গায়ক নেই, তবে তার গাওয়া গানে মিলে যাচ্ছে দুই দেশ। এবার তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ভারত-পাক সীমান্তে মুসেওয়ালার গানের তালে কোমর মেলাচ্ছেন জওয়ানরা।
আরও পড়ুন: CJI NV Ramana Retires: অবসরের দিনও হাজির শুনানিতে, CJI রামানা সত্যিই অনন্য!
Sidhu’s songs playing across the border! bridging the divide! pic.twitter.com/E3cOwpdRvn
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) August 25, 2022
টুইটে ভিডিয়োটি শেয়ার করেছেন আইপিএ অফিসার HGS Dhaliwal। ছোট সেই ভিডিয়ো ক্লিপে দেখা গেল, পাকিস্তানি জওয়ানরা স্পিকারে বাজাচ্ছেন মুসেওয়ালার জনপ্রিয় বামবিহা বোলে গানটি। আর তাতেই কোমর নাচালেন ভারতীয় জওয়ানরা। ভারত-পাক সীমান্তের এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটাগরিকরা। পোস্ট শেয়ার করে তিনি লেখেন, 'কাঁটাতার পেরিয়ে বাজছে মুসেওয়ালার সঙ্গীত। ভেদাভেদ ঘুচিয়ে সংযোগ স্থাপন।'
Divided by border united by Panjabi#MaaBoli
— urbanguy (@urban_guy__) August 25, 2022
this is so overwhelming and emotional.. people across border too felt the pain of his loss. May he be in peace now.
— Harmandeep (@Harmand61245968) August 25, 2022
সোশ্যাল মিডিয়ায় ৩ লক্ষেরও উপর শেয়ার হয়েছে ভিডিয়োটি। কমেন্টে সেকশনে কেউ প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। কেউ আবার ভারত-পাক সম্প্রীতির কথা তুলে ধরেছেন।
Thats the power and beauty of music, creating bridges between people, no matter how different they are! #SidhuMooseWala
— Shiva Rana (@shivarana1995) August 25, 2022