ব্রিটেন হাইকোর্টে ধাক্কা মালিয়ার, ভারতীয় ব্যাঙ্কগুলিকে দিতে হবে ২ লক্ষ পাউন্ড

 ভারত থেকে পলাতক শিল্পপতিকে ২ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণের নির্দেশ দিল ব্রিটেনের হাইকোর্ট। 

Updated By: Jun 15, 2018, 11:32 PM IST
ব্রিটেন হাইকোর্টে ধাক্কা মালিয়ার, ভারতীয় ব্যাঙ্কগুলিকে দিতে হবে ২ লক্ষ পাউন্ড

নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনের আদালতে বড়সড় ধাক্কা খেলেন বিজয় মালিয়া। ভারত থেকে পলাতক এই শিল্পপতিকে ২ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণের নির্দেশ দিল ব্রিটেনের হাইকোর্ট। আদালতের নির্দেশ, ১৩টি ভারতীয় ব্যাঙ্ককে ২ লক্ষ পাউন্ড দিতে হবে মালিয়াকে। 

স্টেট ব্যাঙ্ক-সহ ১৩টি ব্যাঙ্কের ১.১৪৫ বিলিয়ন পাউন্ডের ঋণখেলাপ করেছেন মালিয়া। ব্যাঙ্কের পক্ষে রায় দিয়েছে বিচারপতি অ্যান্ড্রু হেনশ। এর পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য রেজিস্ট্রেশন খরচ মেটাতেও ৬২ বছরের শিল্পপতিকে নির্দেশ দিয়েছে আদালত। তবে এখানেই শেষ নয়, আরও একটা শুনানি বাকি রয়েছে। আপাতত ২ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। আসল ও সুদ খতিয়ে দেখবেন বিশেষজ্ঞ হিসাববিদরা। ফলে মালিয়ার ক্ষতিপূরণের অঙ্ক বাড়তে পারে। 

এর পাশাপাশি ব্রিটেনের আদালতে চলছে বিজয় মালিয়ার প্রত্যর্পণের মামলাও। মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই তদ্বির শুরু করেছে ভারত সরকার।  

         

         

.