আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, সংখ্যার দৌড়ে অনেকটাই এগিয়ে বিজেপির বেঙ্কাইয়া নাইডু
Updated By: Aug 5, 2017, 08:56 AM IST
ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন অনেক আগেই হয়ে গিয়েছে। রামনাথ কোবিন্দ দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথও নিয়ে ফেলেছেন বেশ ক’দিন হয়ে গেল। আজ উপরাষ্ট্রপতি নির্বাচন। অ্যাডভান্টেজ বিজেপি। আজই বিকেলে জানা যাবে ফল। সংখ্যার দৌড়ে অনেকটাই এগিয়ে বিজেপির বেঙ্কাইয়া নাইডু। সংসদের দুই কক্ষ মিলিয়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁর জয়ের পথ মসৃণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক নয় আধার : কেন্দ্র
বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। তাঁর বক্তব্য, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মতাদর্শের লড়াইয়ে নেমেছেন তিনি। ভোটে জয় কার্যত নিশ্চিত জেনেও, ঢিলেমি দিতে নারাজ বিজেপি। ভোট বাতিল রুখতে শেষবেলায় ডামি ভোট প্র্যাকটিস-পর্বও চলে গেরুয়া শিবিরে।