মোদীর বিরুদ্ধে তোপ দেগে এবার পদ্ম পুরস্কার ফেরালেন বিখ্যাত বিজ্ঞানী পি এম ভার্গব
লেখক-কবি, চলচ্চিত্রকারদের পর এবার বিজ্ঞানী। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতিকে প্রশয় দেওয়ার অভিযোগে পদ্ম বিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বিখ্যাত বিজ্ঞানী পুষ্পা মিত্র ভার্গব। পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ভার্গব বলেন, ''সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে যা চলছে তার প্রতিবাদ করা উচিত। একজন শিল্পী তার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে পারে। কিন্তু আমি বিজ্ঞানী। তাই আমার প্রতিবাদ জানানোর একমাত্র উপায় পুরস্কার ফিরিয়ে দেওয়া।''অসহিষ্ণুতার প্রতিবাদে ১৩৫ জন বিজ্ঞানী রাষ্ট্রপতিকে অনলাইন পিটিশন জমা দিচ্ছেন।
ওয়েব ডেস্ক: লেখক-কবি, চলচ্চিত্রকারদের পর এবার বিজ্ঞানী। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতিকে প্রশয় দেওয়ার অভিযোগে পদ্ম বিভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বিখ্যাত বিজ্ঞানী পুষ্পা মিত্র ভার্গব। পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ভার্গব বলেন, ''সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে যা চলছে তার প্রতিবাদ করা উচিত। একজন শিল্পী তার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে পারে। কিন্তু আমি বিজ্ঞানী। তাই আমার প্রতিবাদ জানানোর একমাত্র উপায় পুরস্কার ফিরিয়ে দেওয়া।''অসহিষ্ণুতার প্রতিবাদে ১৩৫ জন বিজ্ঞানী রাষ্ট্রপতিকে অনলাইন পিটিশন জমা দিচ্ছেন।
কালবুর্গি হত্যা, দাদরি, কেরল হাউসে পুলিসের অতিসক্রিয়তা। একের পর এক ঘটনার প্রতিবাদে গতকাল দেশের দশ বিশিষ্ট চলচিত্র পরিচালক ফিরিয়ে দিয়েছিলেন জাতীয় পুরস্কার।