সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত লস্কর-ই-তৈবার প্রধান আবু কাসিম
সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উধমপুর আর্মি কনভয়তে হামলার মূল চক্রী আবু কাসিম। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে গতকাল রাতে নিহত হয় লস্কর-ই-তৈবার প্রধান জঙ্গি আবু কাসিম। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলাতে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের সঙ্গে কাসিমের কয়েক রাউণ্ড গুলির লড়াই চলে। এরপর রাত ২ টো নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলাতে সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা যায় কাসিম।
ওয়েব ডেস্ক: সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উধমপুর আর্মি কনভয়তে হামলার মূল চক্রী আবু কাসিম। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে গতকাল রাতে নিহত হয় লস্কর-ই-তৈবার প্রধান জঙ্গি আবু কাসিম। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলাতে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের সঙ্গে কাসিমের কয়েক রাউণ্ড গুলির লড়াই চলে। এরপর রাত ২ টো নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলাতে সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা যায় কাসিম।
২০১৩ সালে উধমপুর আর্মি কনভয়তে হামলার মূল চক্রী ছিল কাসিম। ৮ জন সৈনিক মারা যান এই হামলাতে। এছাড়ও চলতি মাসের প্রথম দিকে আলতাফ আহমেদ নামে একজন পুলিস কর্মীকে খুন করে কাসিম।
গতকাল রাতে আবু কাসিম গুলি বিদ্ধ হয়ে মারা যাওয়ার পর, ওই এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছেন সেনা কর্তারা।