দিল্লি নয়, দূষিত বায়ুতে দেশে প্রথম বারাণসী

বায়ুর গুণমান সূচক ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে, তা 'ভয়াবহ' দূষণের আওতায় পড়ে

Updated By: Nov 12, 2017, 03:20 PM IST
দিল্লি নয়, দূষিত বায়ুতে দেশে প্রথম বারাণসী

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন 'স্বচ্ছ ভারত' গড়ে তোলা। কিন্তু নিজের নির্বাচনী কেন্দ্রেই 'স্বপ্নভঙ্গ' মোদীর। দেশের দূষিত শহরের তালিকার শীর্ষে ঠাঁই পেল বারাণসী।

দেশের ৪২টি শহরের বায়ুর গুণগত মান নিয়ে সমীক্ষা চালায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেখানেই দেখা যায়, দিল্লি নয় দেশের সবচেয়ে দূষিত শহর হল বারাণসী। বিকেল ৪টের সময় বারাণসীতে বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ৪৯১। তারপরই গুরুগ্রামের একিউআই ৪৮০। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। দিল্লির একিউআই ৪৬৮। এরপর যথাক্রমে রয়েছে লখনউ ও কানপুর।

আরও পড়ুন, 'সবজি কাটুন, ঘর ঝাঁট দিন', সুস্থ থাকতে মহিলাদের পরামর্শ দিয়ে বিতর্কে পত্রিকা

প্রসঙ্গত, বায়ুর গুণমান সূচক ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে, তাকে 'ভয়াবহ' দূষণের আওতায় ফেলা হয়। এই মুহূর্তে দিল্লিও 'ভয়াবহ' দূষণের কবলে। ধোঁয়াশার জেরে দমবন্ধ পরিস্থিতি রাজধানীর। বিপর্যস্ত জনজীবন। জনস্বাস্থ্যে জারি হয়েছে জরুরি সতর্কতা। পরিবর্তন করা হয়েছে স্কুলের সময়সূচিও। দূষণ নিয়ন্ত্রণে গাছ কাটা নিষিদ্ধ করেছে আদালত। একইসঙ্গে রাস্তায় জল ছিটানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

.