চিত্রকূটে বিজেপিকে হারিয়ে বড় জয় কংগ্রেসের
গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী। ৯ রাউন্ডের পর থেকে সেই ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। অবশেষে ১৪ হাজার ৩৩৩ ভোটে জয়ী পায় কংগ্রেস।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি শাসিত মধ্যপ্রদেশের চিত্রকূট বিধানসভা উপ-নির্বাচনে ১৪ হাজারের বেশি ভোটে জয় পেল কংগ্রেসের। বিজেপি প্রার্থী শঙ্কর দয়াল ত্রিপাঠীকে হারিয়ে ওই আসন দখল করলেন কংগ্রেসের নিলান্সু চতুর্বেদী। গত ৯ নভেম্বের সাতনা জেলার চিত্রকূট বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। রবিবার ছিল তারই গণনা।
গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী। ৯ রাউন্ডের পর থেকে সেই ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। অবশেষে ১৪ হাজার ৩৩৩ ভোটে জয়ী হন নিলান্সু চতুর্বেদী।
উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া এই চিত্রকূটে কংগ্রেসের আধিপত্য বরাবরই বেশি। তার ওপর এবার বিজেপির বিরুদ্ধে তাদের প্রচারের মূখ্য হাতিয়ারই ছিল নোটবন্দি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সেটাই 'ডিসাইডিং ফ্যাক্টর' হয়ে দাঁড়াল নির্বাচনী মঞ্চে। তবে, আগামী মাসে গুজরাট নির্বাচনের আগে এই হার বিজেপির কাছে একটা বড় ধাক্কা।
আরও পড়ুন- কুকুর নয় রাহুলের টুইটার সামলান মানুষই