কাশ্মীরের স্বাধীন হওয়া উচিত্‍, বেদিকের সাক্ষাত্‍কার নিয়ে তোলপাড় দেশ

হাফিজ সঈদের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে ইতিমধ্যেই তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিলেন সঙ্ঘ ঘনিষ্ঠ সাংবাদিক বেদপ্রতাপ বৈদিক। দিনকতক আগে এক পাকিস্তানি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে, বেদপ্রতাপ সওয়াল করেছেন কাশ্মীরের স্বাধীন হওয়া উচিত। সেই সাক্ষাত্কার সম্প্রচারের পর নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। যদিও, বৈদিকের সাফাই স্বাধীনতা নয় অখণ্ড কাশ্মীরের স্বায়ত্তশাসনের পক্ষেই সওয়াল করেছেন তিনি।

Updated By: Jul 15, 2014, 12:08 PM IST

হাফিজ সঈদের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে ইতিমধ্যেই তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিলেন সঙ্ঘ ঘনিষ্ঠ সাংবাদিক বেদপ্রতাপ বৈদিক। দিনকতক আগে এক পাকিস্তানি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে, বেদপ্রতাপ সওয়াল করেছেন কাশ্মীরের স্বাধীন হওয়া উচিত। সেই সাক্ষাত্কার সম্প্রচারের পর নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। যদিও, বৈদিকের সাফাই স্বাধীনতা নয় অখণ্ড কাশ্মীরের স্বায়ত্তশাসনের পক্ষেই সওয়াল করেছেন তিনি।

লস্কর প্রধান হাফিজ সঈদের সঙ্গে বেদপ্রতাপ বৈদিকের সাক্ষাত্কার নিয়ে আলোচনার দাবি জানিয়ে আজ রাজ্যসভার নোটিস দেবে কংগ্রেস। ওই সাক্ষাত্কারের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা বিজেপি সরকারের দূত হয়েই মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারীর সঙ্গে দেখা করেছেন। ইস্যুটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বলে দাবি কংগ্রেসের। এই সাক্ষাত্কারের পিছনে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কী ভূমিকা ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

.